ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষাসহ সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তায় যা যা করণীয়, আমরা সব করছি। আমাদের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে। মানবতাবিরোধী অপরাধের দায়ে হাসিনার বিচারের রায়কে কেন্দ্র করে মহাসড়কের বিভিন্ন স্থানে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব, এপিবিএন এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা দিন-রাত দায়িত্ব পালন করেছেন।
ডিআইজি রেজাউল করিম মল্লিক আরও বলেন, 'পতিত আওয়ামী লীগের পলাতক নেতা-কর্মীরা নাশকতা কর্মকান্ড করার চেষ্টা করেছে এবং চেষ্টা করছে। তাদের কোনভাবেই ছাড় দেয়া হবে না। হাসিনার বিচারের রায়কে কেন্দ্র করে আমি নিজে উপস্থিত থেকে গোপালগঞ্জ, ফরিদপুর, শরিয়তপুর ও মাদারীপুর জেলায় তিনদিন থেকে সকল সংস্থার সাথে সমন্বয় করে দায়িত্ব পালন করেছি। স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী আইন-শৃংখলা রক্ষা এবং দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়ে আমাদের সার্বিক দিকনির্দেশনা দিয়েছেন।'
ঢাকা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম মল্লিক বলেন, 'মানবতাবিরোধী অপরাধের দায়ে হাসিনার বিচারের রায়কে কেন্দ্র করে ঢাকা রেঞ্জের আওতাধীন চার জেলার মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শক্ত অবস্থানে ছিলেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা শাটডাউনে সকলের সহযোগিতা ও সমন্বিত পদক্ষেপে কোনো ধরনের অনাকাঙ্খিত কোনো ঘটনা ঘটেনি।'
উল্লেখ্য, সোমবার (১৭ নভেম্বর) হাসিনা, আসাদুজ্জামান কামালসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে রায় ঘোষণাকে কেন্দ্র করে সারাদেশেই নিরাপত্তা জোরদার করা হয়। এই রায়কে ঘিরে নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ দেশব্যাপী শাটডাউন কর্মসূচি ঘোষণা করে। সাম্প্রতিক কয়েক দিনে দেশের বিভিন্ন এলাকায় বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণসহ নাশকতার ঘটনা ঘটছে, যা নিরাপত্তা সংস্থাগুলোকে উদ্বিগ্ন করে।
আরও পড়ুন:








