বৃহস্পতিবার

১৮ ডিসেম্বর, ২০২৫ ৩ পৌষ, ১৪৩২

হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর চায় ভুক্তভোগী পরিবার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৫ ১৬:৪০

শেয়ার

হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর চায় ভুক্তভোগী পরিবার
ছবি: সংগৃহীত

চব্বিশের গণঅভ্যুত্থানে ‘মানবতাবিরোধী অপরাধের’ দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসি দাবির পাশাপাশি ভারত থেকে তাকে এনে রায় কার্যকর হওয়া দেখতে চান আন্দোলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় ঘোষণার আগে সেখানে উপস্থিত জুলাই অভ্যুত্থানের সময় নিহত মীর মাহফুজুর রহমান মুগ্ধের যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন, শেখ হাসিনা যে অপরাধ করেছে তার জন্য তাকে ‘হাজারবার মৃত্যুদণ্ড’ দেওয়া হলেও সেটি ‘কম হয়ে যায়’।

স্নিগ্ধ বলেন, শেখ হাসিনার সকল অন্যায় অত্যাচারের যে বিচার, সেই বিচারের রায় বাংলাদেশের জনগণ ইতোমধ্যে দিয়ে দিয়েছে। সেটি আনুষ্ঠানিকভাবে আদালতের থেকে আজকে রায়ের অপেক্ষা; তো বাংলাদেশের জনগণ যে রায় দিয়েছে, সেই রায় আজকে আদালতের মুখ থেকে আমরা আশা করি। রায়ের পর তাকে দেশে এনে ‘দ্রুত’ তা কার্যকরও দেখতে চান বলে তার প্রত্যাশার কথা তুলে ধরেন তিনি।

সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে-১ চব্বিশের অভ্যুত্থানে সংঘঠিত মানবতাবিরোধী অপরাধের মামলার প্রথম রায় ঘোষণা শুনতে এসে এভাবেই নিজের প্রত্যাশার কথা তুলে ধরেন স্নিগ্ধ।

বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সোমবার এ মামলার রায় ঘোষণা করবে।

আন্দোলন দমনে ১৪০০ জনকে হত্যার উসকানি, প্ররোচনা ও নির্দেশ দান, ‘সুপিরিয়র কমান্ড রেসপনসেবলিটি’ এবং ‘জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজের’ মোট পাঁচ অভিযোগে ৭৮ বছর বয়সি শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চায় ট্রাইব্যুনালের প্রসিকিউশন।



banner close
banner close