জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা হচ্ছে।
এ সময় বিচারক গোলাম মর্তূজা রায় ঘোষণাকালে বলেন, সাংবাদিক ইলিয়াছ হোসাইন, পিনাকী ভট্টাচার্য, কনক সরোয়ারসহ বেশ কিছু সাংবাদিককে কোণঠাসা করে রেখেছিল হাসিনা সরকার।
বহুল প্রত্যাশিত হাসিনার গণহত্যার রায়ে অপেক্ষায় রয়েছে গোটা জাতি। রায় শোনার জন্য বাংলাদেশসহ বিশ্ববাসীর নজর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দিকে। গণহত্যার দায়ে সরকারের সর্বোচ্চ পদধারী ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের ইতিহাসে এটিই হবে প্রথম বিচারের রায়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারক বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল রায় ঘোষণা করবে। এই ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন—বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
আজ দুপুর ১২টা ৩৪ মিনিটে হাসিনার রায় পড়া শুরু করেন বিচারক গোলাম মর্তূজা। গত বছরের জুলাই আন্দোলনের সময় শেখ ফজলে নূর তাপসের সঙ্গে হাসিনার কথোপকথনের কল রেকর্ড পড়েন বিচারক।
যখন অন্যান্য গণমাধ্যম সত্য তুলে ধরতে ভয় পেত। তখন সাংবাদিক ইলিয়াছ হোসাইন স্বৈরাচার হাসিনা সরকারের দুর্নীতি ও অন্যায়-অবিচার তুলে ধরে তার ইউটিউব চ্যানেল এবং অন্যান্য প্ল্যাটফর্মে। সাহসের সাথে দুর্নীতি, অন্যায় ও অবিচারের মতো বিষয়গুলো জনসমক্ষে এনেছেন।
ইলিয়াছ হোসাইন তার প্রতিবেদনে জনস্বার্থ এবং রাজনৈতিক নেতাদের জবাবদিহিতার বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। তার অনুসন্ধানমূলক সাংবাদিকতা এবং নির্ভীক মন্তব্যের মাধ্যমে সাম্প্রতিক গণঅভ্যুত্থানকে সমর্থন যুগিয়েছেন এবং জনগণের কাছে সরকারের সমালোচনা পৌঁছে দিয়েছেন।
আরও পড়ুন:








