শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৫ পৌষ, ১৪৩২

সারাদেশে গণপরিবহন চলাচল স্বাভাবিক থাকবে: শ্রমিক ফেডারেশন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৫ ০৯:০২

শেয়ার

সারাদেশে গণপরিবহন চলাচল স্বাভাবিক থাকবে: শ্রমিক ফেডারেশন
ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা দেশজুড়ে ‘শাটডাউন’কর্মসূচিকে পাত্তা না দিয়ে আজ সোমবার (১৭ নভেম্বর) সারাদেশে গণপরিবহন চলবে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। রবিবার রাজধানীর মতিঝিলে সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ূন কবির খান এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী ডাকা শাটডাউনের মধ্যে সব ধরনের যানবাহন চলবে।

হুমায়ূন কবির খান বলেন, দেশের যোগাযোগব্যবস্থা সচল রাখতে পরিবহন-মালিক ও শ্রমিকরা দায়িত্ব পালন করছেন। কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটলে, তা প্রতিহত করা হবে। একই সঙ্গে প্রশাসনিক কর্মকর্তারা আইন-শৃঙ্খলা রক্ষা এবং দেশের কার্যক্রম স্বাভাবিক রাখতে নিরলসভাবে কাজ করছেন।



banner close
banner close