বৃহস্পতিবার

১৮ ডিসেম্বর, ২০২৫ ৩ পৌষ, ১৪৩২

সোমবার ইসির সংলাপে আসছে না জামায়াত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৫ ২০:৩১

শেয়ার

সোমবার ইসির সংলাপে আসছে না জামায়াত
ছবি: সংগৃহীত

সোমবার নির্বাচন কমিশনের (ইসি) সংলাপে আসছে না বাংলাদেশ জামায়াতে ইসলামী। ইসির দিনব্যাপী সংলাপে বিকেলের সেশনে জামায়াতকে আমন্ত্রণ জানালেও দলটি আসবে না বলে জানিয়েছে। তারা না আসার বিষয়টি জানানোর পর তাদের জায়গায় অন্য দলকে আমন্ত্রণ জানিয়েছে ইসি।

ইসির জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী সোমবারের পরিবর্তে অন্যদিন তাদের সংলাপে ডাকার জন্য সময় চেয়েছে বলে জানিয়েছে ইসির জনসংযোগ শাখা।

জানা গেছে, সোমবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি ও বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল ইসির সঙ্গে সংলাপে অংশ নেবে।

এছাড়া দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিডিউলে বাংলাদেশ জামায়াতে ইসলামী, আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, খেলাফত মজলিশ ও জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার নাম ছিল। তবে বিকেলের সেশনে জামায়াত না আসায় জাকের পার্টিকে অন্তর্ভুক্ত করেছে নির্বাচন কমিশন।



banner close
banner close