বৃহস্পতিবার

১৮ ডিসেম্বর, ২০২৫ ৩ পৌষ, ১৪৩২

হাসিনার রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনালে সেনা মোতায়েনের চিঠি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৫ ১৮:৫১

শেয়ার

হাসিনার রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনালে সেনা মোতায়েনের চিঠি
ছবি: সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও সংলগ্ন এলাকায় কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে সেনা মোতায়েনের জন্য চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। সুপ্রিম কোর্ট প্রশাসনের একটি নির্ভরযোগ্য সূত্র রোববার বিষয়টি নিশ্চিত করেছে। দেশের সার্বিক পরিস্থিতি ও মামলার সংবেদনশীলতা বিবেচনায় আদালতপাড়া এলাকায় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকায় আগামীকাল সোমবার পর্যাপ্তসংখ্যক সেনাসদস্য মোতায়েনের জন্য আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে সেনাসদরে।

এর আগে, গত বৃহস্পতিবার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে একইভাবে সেনা মোতায়েনের অনুরোধ জানানো হয়েছিল সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে। সেই অনুযায়ী সেদিন সুপ্রিম কোর্ট ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় সেনাবাহিনী মোতায়েন করা হয়।

দেশজুড়ে রাজনৈতিক উত্তেজনা, সংবেদনশীল মামলার রায় এবং নিরাপত্তা ঝুঁকির প্রেক্ষাপটে আগামীকাল আদালতপাড়ায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।



banner close
banner close