বৃহস্পতিবার

১৮ ডিসেম্বর, ২০২৫ ৩ পৌষ, ১৪৩২

মোহাম্মদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত গ্রেপ্তার ১৪

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৫ ১৮:২৭

আপডেট: ১৬ নভেম্বর, ২০২৫ ১৮:২৯

শেয়ার

মোহাম্মদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত গ্রেপ্তার ১৪
ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৪ জনকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো- ১। ফাহিম ২। পলাশ ৩। রাসেল ৪। ওবায়দুল ৫। আলমগীর ৬। সাকির হোসেন ৭। গোলাম হোসেন ৮। বাদল ৯। শ্যামলী বেগম সাথী ১০। মোবারক ১১। তানভীর আহমেদ সাব্বির ১২। অনিক ১৩। নিয়মত উল্লাহ ও ১৪। ইমন ওরফে অনিল। গ্রেপ্তারকালে তাদের হেফাজত হতে ২০০ গ্রাম গাঁজা, ২ টি বিদেশি মদের বোতল, ২ টি ডিজিটাল পরিমাপ মেশিন ও নগদ ২৪২ টাকা উদ্ধার করা হয়।

মোহাম্মদপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার মোহাম্মদপুর থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৪ জনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করে।

মোহাম্মদপুর থানা পুলিশ সূত্রে আরও জানা যায়, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



banner close
banner close