বৃহস্পতিবার

১৮ ডিসেম্বর, ২০২৫ ৩ পৌষ, ১৪৩২

মহাসড়কের বিভাজকের গাছ কাটার ঘটনায় মামলা, গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৫ ০৬:৫০

শেয়ার

মহাসড়কের বিভাজকের গাছ কাটার ঘটনায় মামলা, গ্রেপ্তার
বেশ কিছু গাছ পুড়িয়ে রাখা হয়েছে কেটে ফেলার জন্য।

সবজি চাষ করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বেতলতলী এলাকায় সড়ক বিভাজনে থাকা অন্তত ৫২টি বকুল গাছ কেটে ফেলার ঘটনায় মামলা করেছে সড়ক ও জনপথ বিভাগ। শনিবার থানায় মামলা দায়েরের পর একমাত্র আসামি আজমিরি হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রাত ১২টার দিকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম।

সওজ এবং স্থানীয়রা বলেন, কুমিল্লার সদর দক্ষিণ এলাকার বেলতলীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভাজকের উপর বেশ কিছু গাছ কাটা হয়েছে। কাটা গাছের বেশিরভাগই বকুল গাছ। এ ছাড়া সেখানে বেলী ফুল, তালসহ অন্যান্য গাছ কাটা হয়েছে। এসব গাছের কোনোটাও কেটে নেওয়া হয়েছে গোড়া থেকে, আবার কোনোটি কাটা হয়েছে মাঝখান থেকে। বেশ কিছু গাছ পুড়িয়ে রাখা হয়েছে কেটে ফেলার জন্য। প্রায় ৫০০ মিটার এলাকায় এভাবেই অন্তত ৫২টি বকুলগাছ কেটে ফেলা হয়েছে।

বেলতলী এলাকায় কয়েকজন বাসিন্দা জানান, আজমিরি হোসেন নামে এক ব্যক্তি এই গাছগুলো কেটেছে। তিনি মহাসড়কের পাশে একটি টিনের ঘরে থাকেন। সেখানে ওই ব্যক্তি সবজি চাষ করার জন্য গাছ গুলি কেটে ছিলেন।

বকুল গাছ কেটে ফেলার সংবাদ পেয়ে শনিবার বেলতলী এলাকায় আসেন সড়ক ও জনপথ বিভাগের কার্যসহকারী রুহুল আমিন। তিনি বলেন, ‘বেলতলীতে নির্মাণাধীন মা ও শিশু হাসপাতালের সামনে এসে দেখেছি, ১৭টি গাছ কাটা হয়েছে। শুনেছি, আশপাশে আরও বেশ কয়েকটি গাছ কাটা হয়েছে। আমরা থানায় মামলা করেছি।’

তবে গ্রেপ্তারের আগে শনিবার দুপুরে অভিযুক্ত আজমিরি হোসেন বলেন, ‘এসব গাছ রাস্তায় লাগিয়ে জনগণের কোনো উপকার হয়নি। এমন ফল গাছ লাগাব যা খেয়ে মানুষের উপকার হবে। কিছু সবজিও লাগাব। ’

সওজ সূত্র জানায় সড়ক ও জনপথ বিভাগ জানায়, মহাসড়কটি ২০১৬ সালে চার লেনে রূপান্তর করার পর সৌন্দর্যবর্ধনের পাশাপাশি এক লেনের গাড়ির হেডলাইটের আলো যাতে অন্য লেনের গাড়ির ওপর না পড়ে, সেজন্য বিভাজকের ওপর লাগানো হয়েছিল বিভিন্ন প্রজাতির গাছ। মহাসড়কের বিভাজকটি কোথাও ফুল গাছে, আবার কোথাও অন্যান্য বৃক্ষে সাজানো হয়েছে। কুমিল্লার দাউদকান্দি থেকে চট্টগ্রাম সিটি গেইট পর্যন্ত প্রায় ১৯২ কিলোমিটার এলাকার মধ্যে মহাসড়কের প্রায় ১৪৩ কিলোমিটার এলাকায় বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়েছে। তার মধ্যে রয়েছে বকুল, কাঞ্চন, করবী, গন্ধরাজ, রাধাচূঁড়া, হৈমন্তী, টগর, সোনালু, কৃষ্ণচূড়া, কদম, পলাশসহ নানান ফুলের ৫০ হাজারের বেশি গাছ রোপন করা হয়েছে। এ ছাড়া সড়কের পাশে এবং বিভিন্ন স্থানে বিভাজকের ওপর লাগানো হয়েছে জলপাই, অর্জুন, কাঁঠাল, মেহগনি, শিশু, আকাশমণি, নিম, একাশিয়া, হরীতকীসহ বিভিন্ন প্রজাতির ৪০ হাজারেরও বেশি গাছ।

সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী গোলাম মোস্তফা বলেন, মহাসড়কের বেলতলী এলাকায় প্রায় ৫০টি বকুল গাছ এক ব্যক্তি কেটে নেওয়ার ঘটনায় সদর দক্ষিণ থানায় মামলা করা হয়েছে। এ বিষয়ে পুলিশ আইনগত পদক্ষেপ নিচ্ছে।

সদর দক্ষিণ থানার ওসি মো. সেলিম বলেন, অভিযোগ পাওয়ার পর রাতে তা মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। অভিযুক্ত আসামি আজমিরি হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বাড়ি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সাওড়াতলী গ্রামে। রোববার তাকে আদালতে সোপর্দ করা হবে।



banner close
banner close