বৃহস্পতিবার

১৮ ডিসেম্বর, ২০২৫ ৩ পৌষ, ১৪৩২

রাজধানীতে বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৫ ০৬:৩৮

শেয়ার

রাজধানীতে বাসে আগুন
শেখ ফজিলাতুন্নেসা কলেজের সামনে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রাজধানীর হাজারীবাগ থানার বেড়িবাঁধ রোডে শেখ ফজিলাতুন্নেসা কলেজের সামনে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাত ১২টার দিকে হাজারীবাগ বেড়িবাঁধ এলাকার শেখ ফজিলাতুন্নেসা কলেজের সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

এদিকে, এদিন রাত ১১টার দিকে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা ইউটার্ন এলাকায় শ্রমিকবাহী একটি বাসে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন বাসচালক।

স্থানীয় সূত্রে জানা যায়, বাসটির পিছনের অংশে হঠাৎ আগুন জ্বলতে দেখা গেলে চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তেই আগুনের আঁচ টের পেয়ে বাস থেকে লাফিয়ে বেরিয়ে আসেন চালক।



banner close
banner close