শনিবার

১৫ নভেম্বর, ২০২৫ ১ অগ্রাহায়ণ, ১৪৩২

১৭ নভেম্বর আ. লীগের অগ্নিসন্ত্রাস রুখতে সারাদেশে অবস্থান কর্মসূচি ঘোষণা জুলাই ঐক্যের

ঢাবি, প্রতিনিধি

প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৫ ২০:০০

শেয়ার

১৭ নভেম্বর আ. লীগের অগ্নিসন্ত্রাস রুখতে সারাদেশে অবস্থান কর্মসূচি ঘোষণা জুলাই ঐক্যের
ছবি: বাংলা এডিশন

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় ১৭ নভেম্বর ঘোষণা করা হবে। এইদিন আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস রুখতে সারাদেশে গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি ঘোষণা জুলাই ঐক্য।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনের সামনে ‘জুলাই সনদ বাস্তবায়ন ও চলমান পরিস্থিতি নিয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন জুলাই ঐক্যের সংগঠক ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসুর) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।

তিনি বলেন, ‘গণ-অভ্যুত্থানের পর তিনটি কাজের জন্য এই সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তাদের কাজ ছিল গণহত্যার বিচার, দেশ সংস্কার এবং একটি সুষ্ঠু জাতীয় নির্বাচন। কিন্তু সরকার এই ৩ টি কাজ ছাড়া সব কিছুই করেছে। সর্বশেষ জুলাই সনদ বাস্তবায়ন নিয়েও দেশকে একটি অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। এই সরকার চাঁদাবাজদের নিরাপত্তা দিচ্ছে। প্রশাসনে আওয়ামী লীগের পুনর্বাসন করা হয়েছে। এসব কিছুই হচ্ছে কয়েকজন উপদেষ্টাদের কারণে। বিএনপি, জামায়াত ও এনসিপি থেকে এক অপরকে দোষারোপ করছে। অবিলম্বে সব জুলাইয়ের গাদ্দারদের নাম প্রকাশ করতে হবে।’

এসময় ১৭ নভেম্বর কর্মসূচি ঘোষণা করেন মুসাদ্দিক। কর্মসূচির মধ্যে রয়েছে, আগামী ১৭ নভেম্বর আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস রুখতে সারাদেশে গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান কর্মসূচি। একই দিন শাহবাগে জনতার আদালতে খুনি হাসিনার প্রতীকী ফাঁসি ও ফ্যাসিবাদের দোসরদের প্রতীকী গণ পাথর নিক্ষেপ।

এসময় ওই সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে জুলাই ঐক্যের সংগঠক ও ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের, জুলাই ঐক্যের সংগঠক ও মঞ্চ ২৪ আহ্বায়ক ফাহিম ফারুকী, জাগ্রত জুলাইয়ের সভাপতি জুলাই ঐক্যের সংগঠক কবি বোরহান মাহমুদ ও শিল্প উদ্যানের আহ্বায়ক মইন মুন্তাসিরসহ আরও অনেকে।



banner close
banner close