ফ্যাসিস্ট আমলে আমাদের গায়ে যে পরিমান বদনাম জড়িয়েছে তা এতো দ্রুত যাবে না। তবে ত্রয়োদশ জাতীয় নির্বাচন আমরা শান্তিপূর্ণভাবেই করতে পারবো ইনশাল্লাহ। গত তিনটি নির্বাচনের নানা বিতর্কের গ্লানি দূর করতে নতুন উদ্যোমে সুন্দর একটি জাতীয় নির্বাচন সম্পন্ন করতে চাই। আর কোন বিতর্ক সৃষ্টি হোক এটা আমরা কোনভাবেই চাই না। আর এ উদ্যোগকে সফল করতেই শুরু করেছি পুলিশদের নির্বাচনী প্রশিক্ষণ। নিজেরা নিজেদের প্রশিক্ষিত করতেই মূলত এ প্রশিক্ষণের ব্যবস্থা। কথাগুলো বলেন, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম।
শনিবার বিকালে বয়রাস্থ খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে মিডিয়াকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। খুলনা পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দার, খুলনা রেঞ্জ ডিইজি মোঃ রেজাউল হক সহ উর্দ্ধতন পুলিশ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
আইজিপি আরও বলেন, আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ ও গ্রহনযোগ্য করতে খুলনায় পুলিশের পাঁচটি ইউনিটে চলছে প্রশিক্ষণ। আমরা আশাকরি আগামী নির্বাচনে এই প্রশিক্ষনের ফল পাবো।
তিনি আরও বলেন, বিগত সকল নির্বাচনে বিতর্কীত যে সকল পুলিশ কর্মকর্তা ও সদস্যরা রয়েছেন, তাদের চিহ্নিত করে সকল দায়িত্ব থেকে সরিয়ে রাখারও ব্যবস্থা আমরা করবো। নির্বাচন আমরা করবোই। কোন ভাবেই সন্ত্রাসীরা নির্বাচন ঠেকাতে পারবে না। ৪৩ হাজার ভোট কেন্দ্রের মধ্যে ৫শ’ থেকে ১ হাজর ভোট কেন্দ্র বন্ধ হলেও ৪২ হাজারে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে যাবে, কোনভাবেই নির্বাচন আটকানো যাবে না।
এছাড়াও তিনি বলেন, যারা নির্বাচন পণ্ড করার চেষ্টা করছেন জনগণকে সাথে নিয়ে পুলিশ তাদের প্রতিহত ও দমন করতে চায়। আগের মতো ক্রসফায়ার মাধ্যমে পুলিশ কাউকে দমন করতে চায়না। ৫ই আগস্টের পর পুলিশের বিরুদ্ধে যে সকল মামলা হয়েছে তার অগ্রগতি সন্তোষজনক নয়। এসব মামলায় দ্রুত চার্জশিট ও পলাতকদের গ্রেফতারে পুলিশ কাজ করছে। পাশাপাশি বিভিন্ন মামলায় যে সকল নির্দোষ মানুষকে জড়ানো হয়েছে তাদের বাদ দিয়ে ন্যায়বিচার নিশ্চিতে কাজ করছে পুলিশ। ক্রস ফায়ার আর গুমের ভয় দেখিয়ে সন্ত্রসীদের দমন করতে চাইনা। আইনের প্রক্রিয়ায় আদলতের মাধ্যমেই সন্ত্রাসীদের বিচার হবে।
এর আগে তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, পুলিশ ট্রেনিং সেন্টার ও আরআরএফ লোকেশনে চলমান নির্বাচনী প্রশিক্ষণ পরিদর্শন করেন। মতবিনিময় শেষে তিনি খুলনা বিভাগে কর্মরত পুলিশের বিভিন্ন ইউনিটের অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় সভায় যোগদান করেন।
আরও পড়ুন:








