শনিবার

১৫ নভেম্বর, ২০২৫ ১ অগ্রাহায়ণ, ১৪৩২

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২১৭৬ মামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৫ ১৭:৪০

শেয়ার

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২১৭৬ মামলা
ছবি : সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ১৭৬টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। বৃহস্পতিবার ও শুক্রবার পরিচালিত এসব অভিযানে এ মামলাগুলো দায়ের করা হয়।

শনিবার (১৫ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপির ট্রাফিক সূত্র জানায়, গত দুই দিনে বিভিন্ন ট্রাফিক বিভাগে নিম্নরূপ মামলা হয়েছে-

ট্রাফিক-মতিঝিল বিভাগ : ১৪ বাস, ১১ ট্রাক, ২১ কাভার্ডভ্যান, ৭৯ সিএনজি ও ২৬৮ মোটরসাইকেলসহ মোট ২৭৫ মামলা। ট্রাফিক-ওয়ারী বিভাগ : ৮ বাস, ১২ ট্রাক, ৭ কাভার্ডভ্যান, ৭ সিএনজি ও ১৫৫ মোটরসাইকেলসহ মোট ২০৭ মামলা। ট্রাফিক-তেজগাঁও বিভাগ : ২ বাস, ২ ট্রাক, ১৫ কাভার্ডভ্যান, ৪৮ সিএনজি ও ১২২ মোটরসাইকেলসহ মোট ২২৬ মামলা। ট্রাফিক-মিরপুর বিভাগ : ৬ বাস, ৩ ট্রাক, ৭ কাভার্ডভ্যান, ২১ সিএনজি ও ১৯৮ মোটরসাইকেলসহ মোট ২৬৫ মামলা। ট্রাফিক-গুলশান বিভাগ : ৭ বাস, ২ ট্রাক, ৪ কাভার্ডভ্যান, ২৬ সিএনজি ও ২১৫ মোটরসাইকেলসহ মোট ৩১০ মামলা। ট্রাফিক-উত্তরা বিভাগ : ৪ বাস, ৯ ট্রাক, ১৪ কাভার্ডভ্যান, ৪১ সিএনজি ও ১৩৬ মোটরসাইকেলসহ মোট ২৮০ মামলা।

ট্রাফিক-রমনা বিভাগে ৮টি বাস, ২টি কাভার্ডভ্যান, ১৭টি সিএনজি ও ১১২টি মোটরসাইকেলসহ মোট ১৮৭টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১টি বাস, ১০টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ২৬টি সিএনজি ও ১৮৮টি মোটরসাইকেলসহ মোট ২৪৫টি মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া অভিযানের সময়ে ৪৯৯টি যানবাহন ডাম্পিং এবং ১৪১টি যানবাহন রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের এই অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।



banner close
banner close