শনিবার

১৫ নভেম্বর, ২০২৫ ১ অগ্রাহায়ণ, ১৪৩২

রবি ও সোমবার জামায়াতসহ ২৪ দলের সাথে সংলাপ করবে ইসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৫ ১২:৫৮

শেয়ার

রবি ও সোমবার জামায়াতসহ ২৪ দলের সাথে সংলাপ করবে ইসি
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াত ইসলামীসহ ২৪টি নিবন্ধিত রাজনৈতিক দলের সাথে রবিবার ও সোমবার সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এ তথ্য জানান।

তিনি জানান, রবিবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত গণফোরাম, গণফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি- বিএসপি ও বাংলাদেশ জাতীয় পার্টির সাথে সংলাপ করবে ইসি।

এ ছাড়া একই দিন দুপুর দুইটা থেকে চারটা পর্যন্ত বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল-বাংলাদেশ জাসদ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি- বাংলাদেশ ন্যাপ, তৃণমূল বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে সংলানপে বসবে ইসি

তিনি আরও জানান, সোমবার সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টার মধ্যে বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি ও বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএলের সাথে সংলাপে বসবে ইসি।

একই দিন দুপুর দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামী, আমার বাংলাদেশ পার্টি- এবি পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পাটি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, খেলাফত মজলিস ও জাতীয় গণতান্ত্রিক পাটি-জাগপার সাথে সংলাপ করবে ইসি।



banner close
banner close