বৃহস্পতিবার

১৮ ডিসেম্বর, ২০২৫ ২ পৌষ, ১৪৩২

একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে যা বললেন সিইসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২৫ ১৯:০০

শেয়ার

একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে যা বললেন সিইসি
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস (১৩ নভেম্বর) জাতির উদ্দেশে দেয়া ভাষণে একই দিনে সংসদ নির্বাচন ও জুলাই সনদ নিয়ে গণভোট আয়োজনের ঘোষণা দিয়েছেন। এ বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) আলোচনা করে নিজেদের মতামত জানাবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

বৃহস্পতিবার বিকালে নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপের মধ্যে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি এ কথা জানান।

সিইসির কাছে সাংবাদিকরা জানতে চান যে, একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট হবে- এ বিষয়ে ইসির মনোভাব কী, চ্যালেঞ্জিং হবে কিনা, আর ভোটে কোনো প্রভাব পড়বে কিনা?

জবাবে সিইসি বলেন, আমার প্রধান উপদেষ্টার বক্তব্য শোনার সুযোগ হয়নি। আমি এখানে আপনাদের সঙ্গে মিটিংয়ে ছিলাম। আমি শুনি নাই। যেটা আমি শুনি নাই, উনি কোন লাইনে বলেছেন, কী বলেছেন, আর উনাদের প্রস্তাবটা কী- বিস্তারিত না জেনে মন্তব্য করা ঠিক না।

নাসির উদ্দিন আরও বলেন, আমরা বিষয়টি ফরমালি জানলে, এক্সারসাইজ করে কমিশনে আলাপ আলোচনা করে তখন আমরা একটা মতামত দিতে পারব। এ বিষয়ে এ মুহূর্তে কোনো মতামত দেয়া যথার্থ হবে না। আমি বক্তব্যটা শুনি নাই। এই মুহূর্তে আমি কোনো বক্তব্য দিতে চাই না।



banner close
banner close