রাজধানী ঢাকাসহ সারাদেশে মঙ্গলবার মধ্যরাত থেকে গতকাল বুধবার রাত ১২টা পর্যন্ত ২০টি চোরাগোপ্তা হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি ব্যাংক, ১০ বাস, এক ট্রেন ও এক অটোরিকশায় আগুন, পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ ও দুই স্থানে পেট্রোল বোমা হামলা হয়েছে।
রাজধানীর অন্তত পাঁচটি স্থানে, গাজীপুরের তিনটি স্থানে, আশুলিয়া এবং ফেনীর মহিপালে বাসে আগুন দেয়া হয়েছে। ঢাকার তিন স্থানে ককটের হামলা হয়েছে। এর মধ্যে মঙ্গলবার গভীর রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশমুখে ককটেল বিস্ফোরণে এক আনসার সদস্য আহত হন।
এর আগে গত মঙ্গলবার চারটি বাস ও একটি প্রাইভেটকারে আগুন দেয়া হয়। এতে একজন নিহত হয়। এ নিয়ে গত তিন দিনে ২০টি যানবাহনে আগুন দেয়া হলো।
এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দেয়া ঘটনা ঘটেছে। আর গাজীপুরে গ্রামীণ টেলিকম ট্রাস্টের নিসর্গ রিসোর্টে পেট্রোল বোমা হামলা হয়েছে। এই দুটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আজ বৃহস্পতিবারের ‘ঢাকা লকডাউন’ ঘিরে জনমনে আতঙ্ক ছড়িয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেকপোস্ট বসিয়ে ঢাকার প্রবেশপথগুলোতে তল্লাশি বাড়িয়েছে। নাশকতার ঘটনায় সারাদেশে ৮৯ জনকে গ্রেপ্তারের খবর জানিয়েছে পুলিশ। এ ছাড়া রাতে রাজধানীর ফার্মগেটে ঝটিকা মিছিল করার সময় অন্তত ২০ জনকে আটক করেছে সেনাবাহিনী।
রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে একটি পরিত্যক্ত ট্রেনে আগুন দেয়া হয়েছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে। রেল পুলিশের প্রধান ব্যারিস্টার জিল্লুর রহমান গনমাধ্যমকে বলেন, তেজগাঁও রেলস্টেশনের ৪ নম্বর লাইনে পরিত্যক্ত একটি ট্রেনে আগুন দেওয়া হয়। এতে দুটি সিট পুড়ে গেছে। তবে কোনো হতাহত নেই। এ সময় স্থানীয় লোকজন দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার রাত ৯টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় একজন পথচারী আহত হয়েছেন এবং রাস্তার পাশে থাকা একটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে। যেখানে বিস্ফোরণ ঘটানো হয়েছে, তার পাশেই সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে ‘ফ্যাসিবাদী গুম, খুন ও লুটপাট’ শীর্ষক প্রামাণ্যচিত্র দেখানো হচ্ছিল। বিস্ফোরণের পর সে অনুষ্ঠান বন্ধ রাখা হয়।
রাজধানীতে পাঁচ বাসে আগুন
শতাব্দী পরিবহনের একটি বাস গতকাল দুপুর ১টার দিকে মিরপুর ২ নম্বর থেকে সনি সিনেমা হল পেরিয়ে নিউমার্কেটের দিকে যাচ্ছিল। যাত্রীবেশে থাকা দু-তিনজন বাসে আগুন দিয়ে দ্রুত নেমে যায়। তাৎক্ষণিকভাবে আগুন নেভানোয় বড় রকমের ক্ষতি হয়নি।
শাহ আলী থানার ওসি মোহাম্মদ গোলাম আযম বলেন, বাসের পেছনের আসনের কভার সামান্য পুড়ে গেছে। এটি পরিকল্পিত অগ্নিসংযোগ হলে ক্ষতির পরিমাণ বেশি হতো। যাত্রীদের কেউ সিগারেটের উচ্ছিষ্ট ফেলায় এ ঘটনা ঘটতে পারে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, যাত্রীরা বাস থেকে নেমে যাচ্ছেন এবং চালক-সহকারী আগুন নেভাচ্ছেন। প্রকৃতপক্ষে কী ঘটেছে, তদন্তে জানা যাবে।
অবশ্য এর আগে বিভিন্ন গণমাধ্যমকে ওসি বলেন, যাত্রীবেশে বাসে উঠে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
এদিকে সন্ধ্যায় রাজধানীর দোলাইরপাড় এলাকায় ফ্রেম পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পোস্তগোলা স্টেশনের দুটি ইউনিট গিয়ে আগুন নেভায়। ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, ৬টা ৩৬ মিনিটে একজন ফোন করে দোলাইরপাড়ে বাসে আগুন লাগার খবর দেন। কীভাবে বাসে আগুন লেগেছে, তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, মিরপুরে বাসে আগুনের খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। তবে এর আগে আগুন নেভান উপস্থিত লোকজন। উত্তরায় যান্ত্রিক ত্রুটি থেকে মাইক্রোবাসে লাগা আগুন তারা নিভিয়েছেন। আর রমনার আগুনের ঘটনায় তাদের কাজ করতে হয়নি।
উত্তরার জসীম উদ্দীন রোডে সকাল সোয়া ৭টার দিকে চলন্ত মাইক্রোবাসে আগুন ধরে যায়। এতে কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ জানায়, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে ৭টা ৫০ মিনিটে আগুন নেভায়। আগুনে মাইক্রোবাসটির সামনের অংশ পুড়ে যায়।
বিমানবন্দর থানার ওসি তাসলিমা আক্তার বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে মাইক্রোবাসে আগুন ধরে যায়। এটি কোনো নাশকতার ঘটনা নয়।
এ ছাড়া বেলা ১১টার দিকে কাকরাইল এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন ধরে যায়। গাড়িটি মেরামতের সময় এ ঘটনা ঘটে। ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এটি ‘নিছক দুর্ঘটনা’ হিসেবে দাবি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার কাকরাইল মোড়সংলগ্ন রমনা থানার সামনে পুলিশের একটি সিঙ্গেল কেবিন পিকআপ যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়। মেকানিক এনে গাড়িটি সারানোর চেষ্টা করেও চলাচল উপযোগী করা যায়নি। একপর্যায়ে ইঞ্জিন গরম হয়ে গাড়িতে আগুন ধরে গেলে মেকানিক সামান্য আহত হন।
অন্যদিকে পল্লবীর সাগুপ্তায় পার্কিং করা ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিসের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বুধবার রাত ১২টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
বিমানবন্দরের প্রবেশপথে ককটেল
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশপথে ককটেল বিস্ফোরণে মো. মুজাহিদ নামে এক আনসার সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার রাত আড়াইটার দিকে বিমানবন্দর গোলচত্বরসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। উড়াল সেতুর ওপর থেকে ককটেলটি ছোড়া হলে সেটি কর্তব্যরত আনসার সদস্যদের ছাউনির সামনে বিস্ফোরিত হয়।
বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসারের এপিসি চন্দ্র শেখর মণ্ডল গণমাধ্যমকে বলেন, আমাদের সামনে হঠাৎ বিকট শব্দে ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে একজন আনসার সদস্য আহত হন।
অবশ্য বিমানবন্দর থানার ওসি তাসলিমা আক্তার দাবি করেন, ককটেল নয়, পটকা ফাটিয়ে আতঙ্ক তৈরির চেষ্টা করা হয়েছে। এতে কেউ আহত হননি। তবে বিস্ফোরণের শব্দে আনসার সদস্য কিছুটা ভয় পেয়েছিলেন।
এদিকে সন্ধ্যায় মিরপুর ১০ নম্বর গোলচত্বরের পূর্ব সিগন্যালে একটি ককটেল বিস্ফোরিত হয়। এতে কেউ হতাহত হননি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকে আগুন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গত মঙ্গলবার রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
ব্যাংকের ব্যবস্থাপক মো. কলিম উদ্দিন বলেন, মঙ্গলবার রাত ২টার দিকে বাইরে থেকে পেট্রোল ঢেলে দুর্বৃত্তরা ব্যাংকে আগুন লাগায়। কর্তব্যরত নৈশপ্রহরী বিষয়টি টের পেয়ে আমাদের জানান। এ সময় স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ফায়ার সার্ভিস গিয়ে আগুন নেভায়।
তিনি জানান, আগুনে ব্যাংকের গুরুত্বপূর্ণ নথিপত্র, ভাউচার, গ্রাহকদের কালেকশন শিট, স্বাক্ষর বই, পাসবই, আসবাবপত্র, জানালার কাপড় পুড়ে গেছে। তিনি আরও জানান, থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
ব্যাংকের নৈশপ্রহরী মোহাম্মদ কুতুব আলী জানান, কর্মকর্তারা অফিস শেষে চলে যাওয়ার পর তিনি গেটে তালা লাগিয়ে ভেতরে অবস্থান করছিলেন। এক পর্যায়ে তিনি দেখেন পাশের একটি কক্ষে আগুন জ্বলছে। তিনি দ্রুত অফিসসংলগ্ন ডরমিটরিতে থাকা ব্যাংক ব্যবস্থাপককে জানান।
বিজয়নগর থানার ওসি শহিদুল ইসলাম জানান, ঘটনাটির তদন্ত চলছে।
কালীগঞ্জে গ্রামীণ টেলিকমের রিসোর্টে পেট্রোল বোমা
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার কুচুলাবাড়িতে গতকাল বুধবার ভোরে গ্রামীণ টেলিকম ট্রাস্টের নিসর্গ রিসোর্টে আবারও পেট্রোল বোমা হামলা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে রিসোর্টের সীমানা প্রাচীরের ভেতরে দুটি পেট্রোল বোমাসদৃশ বস্তু দেখতে পান নিরাপত্তাকর্মীরা। তারা তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে বোমাসদৃশ দুটি কাচের বোতল উদ্ধার করে।
কালীগঞ্জ থানার উলুখোলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জামাল উদ্দিন বলেন, নিসর্গ রিসোর্ট থেকে দুটি কাচের বোতল উদ্ধার করা হয়েছে। এর ভেতরে কেরোসিন জাতীয় তরল পদার্থ ছিল। দুর্বৃত্তরা সেগুলো রিসোর্টে নিক্ষেপ করলেও কোনো ক্ষতি হয়নি।
তিনি আরও জানান, আগের মামলাটি এখনও তদন্তাধীন। সাম্প্রতিক ঘটনাটিও তদন্তের আওতায় আনা হয়েছে। পুলিশের ধারণা, রাতের কোনো এক সময় অজ্ঞাত দুর্বৃত্তরা বাইরে থেকে বোমাগুলো ছুড়ে পালিয়ে যায়।
এর আগে গত ২৬ মে মধ্যরাতে একই রিসোর্টের ভেতরে পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। তখন পরপর দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। আগুন ধরে গেলে আনসার সদস্যরা তাৎক্ষণিকভাবে আগুন নেভায়। ‘গ্রামীণ টেলিকম ট্রাস্টে’র চেয়ারম্যান ও ব্যবস্থাপনা ট্রাস্টি হলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
স্কুলে পেট্রোল বোমা
মঙ্গলবার রাত সোয়া ১২টার দিকে মোহাম্মদপুরের ইকবাল রোডে প্রিপারেটরি স্কুলে দুটি পেট্রোল বোমা ছোড়া হয়েছে। মোহাম্মদপুর থানার ওসি কাজী মো. রফিক আহমেদ বলেন, স্কুল লক্ষ্য করে দুটি পেট্রোল বোমা ছোড়া হয়। এতে কেউ হতাহত হননি।
সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, দুটি মোটরসাইকেলে চারজন এসে স্কুলের সামনে থামে। তাদের মধ্যে দুই চালকের মাথায় হেলমেট এবং বাকি দুজনের মুখে মাস্ক ও মাথায় ক্যাপ পরা ছিল। তাদের একজন মোটরসাইকেল থেকে নেমে পেট্রোল বোমায় আগুন ধরিয়ে স্কুলে ছুড়ে দেয়।
ঢাবির ৫ স্থাপনার ফটকে তালা, পাঁচ নিরাপত্তাকর্মী বরখাস্ত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পাঁচটি একাডেমিক স্থাপনার ফটকে তালা ঝোলানোর ঘটনায় পাঁচ নিরাপত্তাকর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার গভীর রাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতারা তালা লাগানোর বিষয়টি ফেসবুকে স্বীকার করেন।
সাময়িক বরখাস্ত হওয়া নিরাপত্তাকর্মীরা হলেনু শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শাহ আলম ও মো. সেলিম, পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের সফিকুল ইসলাম, কার্জন হলের ফটকে দায়িত্বরত আলী আহমেদ এবং চারুকলা অনুষদের মাঝের ফটকে দায়িত্বরত সংগ্রাম হোসেন।
জানা যায়, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) পেছনের ফটক, পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের ফটক, চারুকলা অনুষদের তিনটি ফটকের মাঝের ফটক, কার্জন হলের হাইকোর্ট-সংলগ্ন ফটক এবং কার্জন হল এলাকার আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদ ভবনের সামনের ফটকে তালা লাগানো হয়। শিকল দিয়ে তালা লাগিয়ে সাদা কাগজে ‘লকডাউন বিএসএল’ লিখে দেয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ বলেন, যেসব গার্ড এসব গেটে দায়িত্বে ছিলেন, তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
এদিকে ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম গতকাল ফেসবুকে একটি পোস্টে লেখেন, নিষিদ্ধ ও বিতাড়িত ছাত্রলীগের সন্ত্রাসীদের নির্মূল ও ফ্যাসিবাদী শক্তির মূলোৎপাটনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বুধ ও বৃহস্পতিবার ডাকসু মাঠে থাকবে।
ঢাকায় পেট্রোল বোমা-ককটেল উদ্ধার
র্যাব-২ গতকাল সন্ধ্যায় মোহাম্মদপুরের রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ছয়টি পেট্রোল বোমা ও চারটি ককটেল উদ্ধার করেছে। এ ছাড়া ধানমন্ডি থেকে চারটি ককটেল উদ্ধারের খবর পাওয়া গেছে। এদিকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয় কম্পাউন্ডের ভেতর থেকে ককটেলসদৃশ চারটি বস্তু উদ্ধার করেছে পুলিশ।
গাজীপুরে ৫ ঘণ্টার ব্যবধানে ৩ বাসে আগুন
গাজীপুরে পাঁচ ঘণ্টার ব্যবধানে দাঁড়িয়ে থাকা তিনটি বাস পুড়েছে। মহানগরের বাসন ও কাশিমপুর থানা এবং জেলার শ্রীপুর থানা এলাকায় বুধবার ভোর ও মঙ্গলবার রাতে পেট্রোল ঢেলে তিনটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। বাস তিনটি পুড়লেও কেউ হতাহত হয়নি।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মহানগরের বাসন থানার ভোগড়া বাইপাস এলাকায় ফায়ার সার্ভিস স্টেশনের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দাঁড়ানো ছিল ভিআইপি পরিবহনের বাস। বুধবার ভোর সাড়ে ৪টার দিকে অজ্ঞাতপরিচয় একদল দুর্বৃত্ত বাসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
এর আগে রাত সাড়ে ১০টার দিকে মহানগরের কাশিমপুর থানাধীন কালিয়াকৈর-নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
এদিকে শ্রীপুর পৌরসভার বেড়াইদের চালা এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বুধবার ভোর ৫টার দিকে প্রভাতী-বনশ্রী পরিবহনের একটি বাস পেট্রোল ঢেলে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।
গাজীপুর মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, ফায়ার সার্ভিস, ডিবি ও সিআইডি ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের কাজ চলছে।
আশুলিয়ায় বাসে আগুন, গুলি
সাভারের আশুলিয়ায় সড়কের পাশে পার্কিং করা আলিফ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক আহত হয়েছেন বলে জানা যায়। বুধবার ভোরে বাসে আগুন লাগার তথ্য নিশ্চিত করেন ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী।
বুধবার ভোর পৌনে ৫টার দিকে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় নারী ও শিশু হাসপাতালের সামনে আলিফ পরিবহনের বাসে আগুনের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, ভোর পৌনে ৫টার দিকে মোটরসাইকেলে করে দুই লোক এসে বাসে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর আগে বাসের ভেতরের সব পুড়ে যায়।
গাড়ির চালক সাত্তার বলেন, আমি গাড়ির ভেতরে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ বাসে আগুন দেখে আমি জানালা দিয়ে লাফ দিয়ে নেমে যাই। বাস থেকে নেমে দেখি চার লোক দুটি মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। তারা হেলমেট পরা ছিল। তাদের দেখে যখন আমি চিৎকার করি, তখন তারা ফাঁকা মাঠে গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। বাস থেকে নামার সময় আমি হাঁটুতে আঘাত পাই।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী বলেন, এ ঘটনায় হতাহতের খবর পাইনি।
বাসের মালিক মোহাম্মদ সোহেল বলেন, আমার একমাত্র উপার্জন ছিল এই বাস। কে বা কারা আমার এই ক্ষতি করল, আমি তাদের বিচার চাই। বর্তমান সরকারের কাছে ক্ষতিপূরণ দেয়ার অনুরোধ করছি।
এ ব্যাপারে আশুলিয়া থানার ওসি (তদন্ত) আজগর হোসেন জানান, বুধবার ভোরে কে বা কারা একটি বাসে আগুন দিয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। কোনো মামলা হয়নি।
নারায়ণগঞ্জে অটোরিকশায় আগুন
নারায়ণগঞ্জ সদর উপজেলার জালকুড়িতে একটি অটোরিকশায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এটি পুড়ে গেছে। বুধবার রাত ১০টায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ১০টায় অটোরিকশা তারা থামতে দেখেন। যাত্রী হিসেবে আসা দুই যুবক অটোরিকশা থেকে নেমে আগুন ধরিয়ে দেয়। পরে দৌড়ে পালিয়ে যায়। চালক ও আশপাশের লোকজন দৌড়ে এসে আগুন নেভান। এর আগে গাড়িটি পুড়ে যায়।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, দুই যাত্রী গাড়িটি ১২০ টাকায় সাইনবোর্ড পর্যন্ত ভাড়া নেয়। জালকুড়ি এসে তারা বলে, এখান থেকে আমাদের আরও একজন উঠবে। চালক গাড়ি থামালে তারা পেছনে গিয়ে অপেক্ষা করতে থাকে। এক পর্যায়ে গাড়িতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে ককটেল বিস্ফোরণ
মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরিত হয়েছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে শহরের প্রবেশমুখে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এতে কেউ আহত হয়নি। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বলেন, জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মানিকগঞ্জ শহরের দিক থেকে দ্রুতগতিতে আসা একটি পিকআপ বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছে হঠাৎ ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরে গাড়িটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে মহাসড়ক ধরে আরিচার দিকে পালিয়ে যায়।
আড়াইহাজারে ককটেল বিস্ফোরণ, ৯ জন গ্রেপ্তার
নারায়ণগঞ্জের আড়াইহাজারে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার ভোর ৪টার দিকে উপজেলার ঝাউগড়া ও বড় দিঘিরপাড় এলাকা থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে মাস্ক, তিনটি টায়ার, দুই বোতল পেট্রোল, বিস্ফোরিত ককটেলের অংশবিশেষসহ লাঠিসোটা জব্দ করা হয়।
বিকেলে নাশকতার মামলা দেখিয়ে তাদের নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন গণমাধ্যমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি আরও জানান, একটি ককটেল বিস্ফোরিত হয়। এ ঘটনায় সন্দেহভাজন আরেক ব্যক্তিকে আটক করা হয়েছে। বুধবার রাত ৭টার দিকে চৌরাস্তা পায়রা চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।
চট্টগ্রামে আটক ৭
চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসায় তল্লাশি চালিয়েছে পুলিশ। এ সময় সাতজনকে আটক করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে নগরের দুই নম্বর গেটের চশমা হিলের বাসভবনে তল্লাশি চালানো হয়। এদিকে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে চৌকি বসিয়ে যানবাহন ও সন্দেজনক লোকজনকে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, নওফেলের বাসায় ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মী জড়ো হয়ে নাশকতার প্রস্তুতি নিচ্ছেন জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন এক জুলাইযোদ্ধা। এর সূত্র ধরে পুলিশ নওফেলের বাসায় তল্লাশি চালায়। বাসায় নওফেলের পরিবারের কাউকে পায়নি তারা। তবে সাতজনকে আটক করা হয়েছে। তারা নওফেলের ছোট ভাই বোরহানুল হাসান চৌধুরীর মালিকানাধীন ক্যাফে মিলানোর কর্মচারী। নগরের ২ নম্বর গেটের ইয়াকুব ট্রেড সেন্টারে অবস্থিত রেস্তোরাঁটি গত বছরের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যায়।
কর্মচারীরা নওফেলের বাসায় খাবার তৈরি করে ফুডপান্ডার মাধ্যমে গ্রাহকদের সরবরাহ করতেন বলে জানিয়েছেন পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান।
সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের ৯ কর্মী গ্রেপ্তার
সিলেটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৯ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মোগলাবাজার থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। মঙ্গল ও বুধবার পৃথক এই অভিযান পরিচালিত হয়।
মোগলাবাজার থানার ওসি শামসুল হাবিব জানান, বুধবার শ্রীরামপুর পয়েন্টগামী মার্ক সিসি ব্লক ফ্যাক্টরির সামনে পাকা রাস্তায় বাঁশের লাঠি ও টিনের কৌটা দিয়ে তৈরি মশাল দেখতে পায় পুলিশ। এ সময় ৯টি বাঁশের লাঠি ও অন্যান্য সামগ্রীসহ ছাত্রলীগের চার কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।
এর আগে মোগলাবাজার থানা এলাকায় বিশেষ অভিযানে মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে দক্ষিণ সুরমার শ্রীরামপুরে এলাকায় মঙ্গলবার রাতে মশাল মিছিল নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা ছাত্রলীগের দুই কর্মীকে আটক করে পুলিশে দেয়।
কমলগঞ্জে রেললাইনের ওপর স্লিপার
সিলেট-আখাউড়া রেলপথে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পশ্চিম বালিগাঁও এলাকায় দুর্বৃত্তরা রেললাইনের ওপর স্লিপার ফেলে রাখে। খবর পেয়ে দ্রুত রেলওয়ে কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্লিপারগুলো সরিয়ে দেন। বুধবার ভোরে এ ঘটনা ঘটে বলে জানান ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার পলাশ দাস।
নোয়াখালীতে গ্রেপ্তার ৪২
নোয়াখালীর পুলিশ ৯টি উপজেলায় সতর্ক অবস্থানে রয়েছে। সন্ধ্যার পর জেলা শহর ও বিভিন্ন উপজেলা সদরে আঞ্চলিক মহাসড়কে যানবাহনে রাতে তল্লাশি করা হয়। নাশকতাকারী, উস্কানিদাতা ও বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ৪২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোম, মঙ্গল ও বুধবার সকালে অভিযান চালিয়ে বিভিন্ন উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মোহাম্মদ ইব্রাহিম বুধবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন।
রূপগঞ্জে ৭ জন আটক
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রলীগের এক নেতা ও ছয় কর্মীসহ সাতজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার বরপা ও পূর্বাচল চেকপোস্টে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রূপগঞ্জ থানার ওসি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা লকডাউনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে স্বীকার করেছেন।
সিদ্ধিরগঞ্জে ১৫ জন গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের চার কর্মীসহ ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে ১১ জন বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামি। বুধবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম।
আমিন বাজারে পুলিশের চেকপোস্ট
রাজধানীর প্রবেশপথ সাভারের আমিন বাজারে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছে। এ সময় নাশকতা রোধে প্রাইভেটকার, মাইক্রোবাসসহ যাত্রীবাহী বাসের যাত্রীদের তল্লাশি করছে পুলিশ।
বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কে ঢাকামুখী লেনে চেকপোস্ট বসিয়ে এ তল্লাশি অভিযান পরিচালনা করছে সাভার মডেল থানা পুলিশ।
সরেজমিন দেখা যায়, সকাল থেকে বিকেল পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কে অন্যান্য দিনের তুলনায় দূরপাল্লার যাত্রীবাহী বাসের চলাচল কম রয়েছে। তবে ব্যক্তিগত যানবাহন ও লোকাল বাস চলাচল স্বাভাবিক রয়েছে। দুপুরের পর থেকে ঢাকা-আরিচা মহাসড়কে আমিন বাজারের ঢাকামুখী লেনে যানবাহনে তল্লাশি করছে পুলিশ।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা জানান, গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে। জনগণের স্বার্থে সড়কে তল্লাশি অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন:








