বৃহস্পতিবার

১৮ ডিসেম্বর, ২০২৫ ২ পৌষ, ১৪৩২

তেজগাঁওয়ে ট্রেনের কোচে আগুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৫ ২৩:২২

আপডেট: ১২ নভেম্বর, ২০২৫ ২৩:২৪

শেয়ার

তেজগাঁওয়ে ট্রেনের কোচে আগুন
সংগৃহীত ছবি

হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে বৃহস্পতিবার (১৩ নভেমম্বর) মাবতাবিরোধী মামলার রায়ের তারিখ নির্ধারণের কথা রয়েছে। এ দিনটিকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন কর্মসূচি’ ঘিরে রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ-বাসে অগ্নিসংযোগ চলছে। এ ধারাবাহিকতা এবার ট্রেনের পরিত্যক্ত কোচে আগুন দেয়া হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) রাতে তেজগাঁও রেলওয়ে স্টেশনের আউটারে রাখা ট্রেনের পরিত্যক্ত কোচে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করেছে রেলওয়ে পুলিশ।

সর্বশেষ রাজধানীতে ১৩টির মতো বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এছাড়া আতঙ্ক ছড়াতে রাজধানীর বিভিন্ন স্থানে ঘটেছে ককটেল বিস্ফোরণের মতো ঘটনা।

পুলিশ বলছে, ঢাকার বাইরে থেকে এসে এসব নাশকতা করা হচ্ছে। অনেকক্ষেত্রে এসব কাজে ভাড়ায় লোক নিয়োগ দেয়া হচ্ছে। এ অস্থিতিশীল পরিস্থিতিতে ঢাকায় অবস্থিত রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বিশেষ করে, ডিএমপির ৫০টি থানায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। বিপুলসংখ্যক পুলিশ ও র‌্যাব সদস্যের পাশাপাশি বুধবার ভোর থেকে হাইকোর্ট এলাকা, বাংলা একাডেমি, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়সহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনায় বিজিবি সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে।



banner close
banner close