সাম্প্রতিক সময়ে দেশজুড়ে অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশ রেলওয়ের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে রেল মন্ত্রণালয়।
বুধবার রেল মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (অতিরিক্ত দায়িত্ব) ফাতেমা-তুজ-জোহরা স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়।
আদেশে বলা হয়েছে, দুষ্কৃতকারীদের যেকোনো নাশকতা বা ধ্বংসাত্মক কার্যক্রম প্রতিরোধে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রেলওয়ের স্টেশন, ট্রেন, রেললাইন, রেলসেতু এবং অন্যান্য স্থাপনায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখতে নির্দেশ দেয়া হয়েছে।
রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি), রেলওয়ে পুলিশ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই বিষয়ে বিশেষ তৎপর থাকার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।
সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে ট্রেন দুর্ঘটনা ও আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে এই উদ্যোগ নেয়া হয়েছে, যাতে জনগণের জানমাল রক্ষায় আগাম ব্যবস্থা গ্রহণ করা যায়।
আরও পড়ুন:








