দুই দিনের সফরে বৃহস্পতিবার ঢাকা আসছেন যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যান। এ সফরে বাংলাদেশের পরিস্থিতি বোঝার চেষ্টা করবেন চ্যাপম্যান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকা সফরকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন ব্রিটিশ মন্ত্রী।
এ ছাড়া, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং বিডা চেয়ারম্যান আশিক চৌধুরীর সাথেও চ্যাপম্যানের সাক্ষাৎ হতে পারে।
প্রস্তাবিত সূচি অনুযায়ী, ব্রিটিশ আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী সফরের প্রথম দিনটি কাটাবেন কক্সবাজারস্থ রোহিঙ্গা ক্যাম্পে। সেখানে দায়িত্বরত এনজিও প্রতিনিধি, ক্যাম্প ম্যানেজমেন্টে যুক্ত সরকারি কর্মকর্তা এবং অন্য স্টেকহোল্ডারদের সঙ্গে সিরিজ বৈঠক করবেন তিনি। ওইদিন সন্ধ্যায় ঢাকায় ফিরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাক্ষাতে যাবেন তিনি। পরদিন শুক্রবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও বিডা চেয়ারম্যানের সাথে দেখা করবেন চ্যাপম্যান।
আরও পড়ুন:








