বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) অ্যাডহক ম্যানেজিং বোর্ড চলতি বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহের মধ্যে দেশব্যাপী তাঁদের ৬৮টি ইউনিটের নির্বাচন সম্পন্ন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে। গতকাল অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছে বিডিআরসিএস।
এ সম্পর্কিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, বর্তমান ম্যানেজিং বোর্ড প্রতিষ্ঠানটিতে দীর্ঘদিন ধরে চলতে থাকা অনিয়ম বন্ধ করে একটি শক্তিশালী সিন্ডিকেট ভাঙতে পেরেছে। ফলে বোর্ডের চেয়ারম্যানের বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে বলে বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়েছে।
চলতি বছরের ৫ মার্চ গঠিত অ্যাডহক ম্যানেজিং বোর্ডের মূল লক্ষ্য ছিল সারা দেশের ৬৪টি জেলা ও ৪ সিটি কর্পোরেশনের মিলিয়ে মোট ৬৮টি ইউনিটের কার্যনির্বাহী কমিটি গঠনপূর্বক নির্বাচন সফল করা।
ইতোমধ্যে ৬৮টির মধ্যে ৬৭টি ইউনিট কমিটি গঠন করা সম্ভব হয়েছে।
৩৭টি ইউনিট কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে এবং আশা করা হচ্ছে ৭০ থেকে ৮০ শতাংশ ইউনিটের নির্বাচন নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন হবে।
নির্বাচনের কাজ দ্রুত শেষ করতে ৬৮টি ইউনিটেই ইউনিট লেভেল অফিসার নিয়োগ দেয়া হয়েছে।
বিবৃতিতে বর্তমান ম্যানেজিং বোর্ড দাবি করেছে, '...বিগত ১৫/২০ বছর যাবৎ কয়েকজন কর্মকর্তার মাধ্যমে সিন্ডিকেট তৈরি করে নিয়োগ, বদলি, এক্সটেনশন ও টেন্ডার বাণিজ্য চলত। বর্তমান ম্যানেজিং বোর্ড দায়িত্ব নেওয়ার পর এ সমস্ত অনিয়ম বন্ধ করে দিতে সক্ষম হয়েছি। যার ফলশ্রুতিতে ঐ সমস্ত কর্মকর্তা নাখোশ, অসন্তুষ্ট। কারণ তাদের অবৈধ ইনকাম ও ক্ষমতার দাপট কমে গেছে এবং বর্তমান চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যাচার ও কানভারি করে নিজেদের স্বার্থ সিদ্ধির অপচেষ্টা করছে।
ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের গুরুত্ব তুলে ধরে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে, কিছু আইনি জটিলতা (PO-26 এর বাইরে কিছু গাইডলাইন যুক্ত করার মাধ্যমে) দূর করার পর ম্যানেজিং বোর্ড এখন দ্রুত নির্বাচন সম্পন্ন করতে বদ্ধপরিকর। নির্বাচন ডিসেম্বরের শেষ সপ্তাহের মধ্যে শেষ করতে না পারলে আন্তর্জাতিক সেবামূলক এই প্রতিষ্ঠানটি যতটুকু সংশোধিত হয়েছে, তা আবার মুখ থুবড়ে পড়তে পারে বলেও আশংকা প্রকাশ করা হয়েছে বোর্ডের তরফ থেকে।
আরও পড়ুন:








