বুধবার

১৭ ডিসেম্বর, ২০২৫ ২ পৌষ, ১৪৩২

১০ নভেম্বর শেষ হচ্ছে ভোটার এলাকা পরিবর্তনের সময়, আবেদন যেভাবে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ নভেম্বর, ২০২৫ ২০:৩৪

আপডেট: ৮ নভেম্বর, ২০২৫ ২০:৩৫

শেয়ার

১০ নভেম্বর শেষ হচ্ছে ভোটার এলাকা পরিবর্তনের সময়, আবেদন যেভাবে
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ভোটারদের জন্য নিজেদের ভোটার এলাকা পরিবর্তনের (মাইগ্রেশন) সুযোগ শেষ হয়ে যাচ্ছে আগামী সোমবার (১০ নভেম্বর)। নির্বাচন কমিশনের (ইসি) ঘোষণা অনুযায়ী, এরপর আর কোনো আবেদন গ্রহণ করা হবে না।

সম্প্রতি ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য কর্মকর্তা মো. রুহুল জামিন মল্লিকের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই সময়সীমা নিশ্চিত করা হয়েছে।

যেভাবে আবেদন করবেন;

ভোটার এলাকা পরিবর্তন করতে হলে ফরম-১৩ যথাযথভাবে পূরণ করে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে সরাসরি জমা দিতে হবে। ফরমটি নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।

এর আগে, ৪ নভেম্বর ইসি সব উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাদের কাছে একটি নির্দেশনা পাঠায়। সেখানে বলা হয়েছে, নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে যারা আবাসস্থল পরিবর্তন করেছেন, তাদের জমাকৃত ভোটার স্থানান্তরের আবেদনগুলো দ্রুত প্রক্রিয়াকরণ ও নিষ্পত্তি করতে হবে।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, ভোটার তালিকা চূড়ান্তভাবে প্রকাশ করা হবে ১৮ নভেম্বর। তাই এলাকা পরিবর্তন করতে ইচ্ছুক ভোটারদের নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।



banner close
banner close