বুধবার

১৭ ডিসেম্বর, ২০২৫ ২ পৌষ, ১৪৩২

বিশেষ অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৩৭ জন

প্রেস রিলিজ

প্রকাশিত: ৭ নভেম্বর, ২০২৫ ২৩:৪৫

শেয়ার

বিশেষ অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৩৭ জন
সংগৃহীত ছবি

রাজধানীর মোহাম্মদপুর ও নিউমার্কেট থানা এলাকায় পৃথক বিশেষ অভিযানে মোট ৩৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে মোহাম্মদপুর থানা এলাকায় ৩৩ জন এবং নিউমার্কেট থানা এলাকায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৬ নভেম্বর) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার আসামি, চুরি ও পরোয়ানাভুক্তসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন

১. মো. জাহিদ (২৫), ২. মো. রায়হান (২৮), ৩. হৃদয় হোসেন মিরাজ (১৯), ৪. মো. জাহিদ (৩৫), ৫. মো. লাড্ডু (৪০), ৬. মো. রনি (২২), ৭. মো. শুভ (৩০), ৮. মো. আকাশ (১৯), ৯. মো. জসিম (৩০), ১০. মো. রাসেল (২৮), ১১. মো. আবুল কালাম আজাদ (৬৪), ১২. মো. পিয়াজ সুজন (২৫), ১৩. মো. আরমান (২৬), ১৪. নূর মোহাম্মদ চৌধুরী ওরফে মারুফ (২৭), ১৫. মো. শফিক গালি (২৫), ১৬. মো. মুন্না সরদার (২৪), ১৭. মো. মোশাররফ হোসেন ওরফে এসকে (২৬), ১৮. মো. উজ্জ্বল হোসেন (২৯), ১৯. মো. রবিন মিয়া (২১), ২০. আল-আমিন (২৯), ২১. মো. জামান (৩০), ২২. আব্দুর রহিম (৫৫), ২৩. আকাশ খন্দকার (৩২), ২৪. মো. গোলাম মুর্শিদ আকাশ ওরফে রাসেল (২২), ২৫. মো. ইউসুফ ওরফে কোবরা ইউসুফ (৪৬), ২৬. মো. লাল (২১), ২৭. মো. আকরাম হোসেন (২৫), ২৮. মো. শাহিন খান (৩৫), ২৯. মো. ওমর ফারুক (১৮), ৩০. রাকিব আহমেদ (১৯), ৩১. মো. মেহেদী হাসান সাগর (২০), ৩২. মো. সাকিব (২০) ও ৩৩. মো. মাসুদ (২৫)।

গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে চারটি চাকু, ৩০০ পিস ইয়াবা ও নগদ ১২০০ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

অন্যদিকে, একই দিন (৬ নভেম্বর) নিউমার্কেট থানা এলাকায় পৃথক অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন

১. রহমান (২১), ২. আমির (২৭), ৩. রবিউল (২০) ও ৪. রফিকুল (৩৫)।

মোহাম্মদপুর ও নিউমার্কেট থানা সূত্রে আরও জানা যায়, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।



banner close
banner close