বুধবার

১৭ ডিসেম্বর, ২০২৫ ২ পৌষ, ১৪৩২

কৃষি নীতিগুলোর মধ্যে অসংগতি টেকসই খাদ্য ব্যবস্থা রূপান্তরের পথে অন্তরায়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ নভেম্বর, ২০২৫ ০৮:১৩

শেয়ার

কৃষি নীতিগুলোর মধ্যে অসংগতি টেকসই খাদ্য ব্যবস্থা রূপান্তরের পথে অন্তরায়
ছবি: সংগৃহীত

পাঁচ দশকের ব্যবধানে বাংলাদেশের কৃষিতে অভূতপূর্ব পরিবর্তন এসেছে। ক্রমাগত কৃষিজমি হ্রাস সত্ত্বেও উৎপাদন বেড়েছে কয়েক গুণ। কৃষির উন্নয়নে বিভিন্ন সময় নতুন নতুন নীতিমালা তৈরি করা হলেও সেগুলোর বাস্তবায়ন এবং অসংগতি নিয়ে প্রশ্ন উঠেছে।

কৃষি সংশ্লিষ্ট নীতিমালাগুলোর মধ্যকার অসংগতির কারণেই বাংলাদেশে টেকসই খাদ্য ব্যবস্থা গড়ে ওঠেনি। এখন সময় এসেছে এসব নীতিমালা নিয়ে নতুন করে ভাবার। নীতিমালাগুলোর মধ্যে যেসব অসংগতি এবং বৈপরীত্য রয়েছে সেগুলো দূর করে অ্যাগ্রোইকোলজি এবং কৃষি খাদ্য ব্যবস্থার কাঠামোকে কৃষি নীতিতে অন্তর্ভুক্ত করার তাগিদ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে রাজধানীর বিডিবিএল ভবনে বণিক বার্তার কনফারেন্স রুমে আয়োজিত ‘জাতীয় কৃষি নীতির বিভিন্ন দিক, এবং কৃষি খাদ্য ব্যবস্থা চ্যালেঞ্জ ও উত্তরণ’ শীর্ষক পলিসি ডায়ালগে এ তাগিদ দেন বক্তারা।

অ্যাগ্রোইকোলজি কোয়ালিশন বাংলাদেশ, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), জার্মানভিত্তিক উন্নয়ন সংস্থা ওয়েল্থহাঙ্গারহিলফের ডায়ালগটি অনুষ্ঠিত হয়।

পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর কাদেরের সভাপতিত্বে ডায়ালগটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক এস এম সোহরাব উদ্দিন। স্বাগত বক্তা হিসেবে বক্তব্য রাখেন অ্যাগ্রোইকোলজি কোয়ালিশন বাংলাদেশের আহ্বায়ক এবং ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসীন আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সার্ক কৃষি কেন্দ্রের পরিচালক মো. হারুনুর রশীদ, কৃষি বিপণন অধিদপ্তরের কম্পোনেন্ট পরিচালক (উপ-সচিব) ড. মোহাম্মদ রাজু আহমেদ, হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর নরুন নাহার, ওয়েল্থহাঙ্গারহিলফের প্রকল্প প্রধান মামুনুর রশীদ, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনিক্যাল স্পেশালিস্ট মো. মঞ্জুরুল আলম, সিআইআরডিএপির পরিচালক (গবেষণা) ড. গঙ্গা ডি আচার্য্য, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুব ইসলাম, ইন্টারন্যাশনাল ফান্ড ফর অ্যাগ্রিকালচারাল ডেভেলপমেন্টের কান্ট্রি প্রোগ্রাম অ্যানালিস্ট মাশিয়াত চৌধুরী, বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরামের সভাপতি সহানোয়ার সাইদ শাহীন। এছাড়াও কৃষি মোর্চার জাতীয় কমিটির আহ্বায়ক মিজানুর রহমান, মানিকগঞ্জের কৃষি মোর্চার প্রতিনিধি জান্নাতুল মৌসুমী, চুয়াডাঙ্গার মোহাম্মদ আলী প্রমুখ বক্তব্য রাখেন।



banner close
banner close