বুধবার

১৭ ডিসেম্বর, ২০২৫ ২ পৌষ, ১৪৩২

আইনপেশা নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য; বিএনপি নেতাকে ক্ষমা চাওয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ নভেম্বর, ২০২৫ ২০:১২

শেয়ার

আইনপেশা নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য; বিএনপি নেতাকে ক্ষমা চাওয়ার আহ্বান
ছবি: সংগৃহীত

বরিশাল জেলার বাবুগঞ্জ থানার কেদারপুরে অনুষ্ঠিত একটি সভায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদের আইনপেশা সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ বার কাউন্সিল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

বৃহস্পতিবার পৃথক পৃথক বিবৃতিতে সংগঠনগুলোর নেতারা এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে বলা হয়, মেজবাহ উদ্দিন ফরহাদের এই বক্তব্য দ্বারা আইন পেশার মতো মহান পেশার সঙ্গে জড়িত আইনজীবীদের অসম্মান করা হয়েছে। তার এই মানহানিকর বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ঢালাওভাবে প্রচারিত হওয়ায় আইনজীবীদের মান-মর্যাদা ও সামাজিক অবস্থান তীব্রভাবে ক্ষুণ্ন হয়েছে, যার দরুণ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া উচিত বলে আমরা মনে করি। তার এমন নেতিবাচক বক্তব্যে সারাদেশের আইনজীবীবৃন্দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

কুরুচিপূর্ণ বক্তব্যের জন্য অবিলম্বে মেজবাহ উদ্দিন ফরহাদকে জনসম্মুখে তার বক্তব্য প্রত্যাহারসহ ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনগুলো।

গত ৫ নভেম্বর বরিশাল জেলার বাবুগঞ্জ থানার কেদারপুরে অনুষ্ঠিত একটি সভায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদ আইনজীবীদের সম্পর্কে বলেন, ওকালতি যারা করে, তারা কিন্তু টাউট-বাটপার। পরে তার এই বক্তব্য নিয়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে।



banner close
banner close