সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এতে ১৪ নম্বর শর্তে বলা হয়েছে- ধূমপানসহ যেকোনো মাদকদ্রব্য গ্রহণের অভ্যাস থাকলে আবেদনের প্রয়োজন নেই। অধিদপ্তরের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ।
হার্ট ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা. খন্দকার আব্দুল আউয়াল রিজভী বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, ধূমপানসহ মাদক গ্রহণকারীদের শিক্ষক পদে আবেদনে অযোগ্য ঘোষণার সিদ্ধান্ত জনস্বাস্থ্য রক্ষায় একটি ঐতিহাসিক মাইলফলক।
গত ২২ অক্টোবর হার্ট ফাউন্ডেশনের এক সেমিনারে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, বিদ্যালয়গুলো তামাকমুক্ত করতে ব্যবস্থা নেয়া হবে। শিক্ষকদের প্রশিক্ষণে তামাকবিরোধী সচেতনতা অন্তর্ভূক্ত করা হবে। তামাককে ‘অ্যাডিকটিভ সাবস্ট্যান্স’বা আসক্তিকর পদার্থ হিসেবে স্বীকৃতির মত দিয়েছেন তিনি।
হার্ট ফাউন্ডেশন হাসপাতালের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী বলেন, শিক্ষক ধূমপান করলে তা শিক্ষার্থীদের আচরণে নেতিবাচক প্রভাব ফেলে। নিয়োগ বিজ্ঞপ্তিতে এমন শর্ত অত্যন্ত সময়োপযোগী সিদ্ধান্ত।
সংবাদ বিজ্ঞপ্তিতে তামাক নিয়ন্ত্রণে এফসিটিসি’র সঙ্গে সামঞ্জস্য রেখে ছয়টি নীতিগত সুপারিশ দেয়া হয়েছে। তা হলো- ধূমপানের নির্ধারিত স্থান বাতিল, বিক্রয়কেন্দ্রে তামাকপণ্যের প্রদর্শন নিষিদ্ধ, কোম্পানির সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম বন্ধ, ই–সিগারেট নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ, তামাকপণ্যের খুচরা ও খোলা বিক্রয় বন্ধ এবং সচিত্র স্বাস্থ্য সতর্কবার্তার আকার ৫০ থেকে ৯০ শতাংশ করা।
আরও পড়ুন:








