বুধবার

১৭ ডিসেম্বর, ২০২৫ ২ পৌষ, ১৪৩২

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাত নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ নভেম্বর, ২০২৫ ১৫:৪৯

শেয়ার

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাত নেতাকর্মী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সাত নেতাকর্মী গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃতরা হলো, নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস ঝুমা ওরফে ঝুমা তালুকদার, সাভার উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক নাসির আহমেদ, ভাষানটেক থানা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাসান আলী মোল্লা, আওয়ামী লীগ কর্মী জুবায়ের হোসেন ওরফে মামুন, কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার দিলালপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি আশরাফ সিদ্দিকী, আওয়ামী লীগ কর্মী মো. রমজান রূপগঞ্জ থানার কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মোশারফ ভুঁইয়া।

ডিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকাল আনুমানিকত পাঁচটার ডিবি-মিরপুর বিভাগ হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে নাসির আহমেদকে ও রাত আনুমানিক ১০টার থানার বারিধারা এলাকা থেকে হাসান আলী মোল্লাকে গ্রেপ্তার করে। মঙ্গলবার দুপুর আনুমানিক দুইটার ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম পল্টন থানাধীন গুলিস্তান এলাকায় অভিযান পরিচালনা করে আশরাফ সিদ্দিকী ও মো. রমজানকে গ্রেপ্তার করে।

অন্যদিকে মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে ডিবি-মতিঝিল বিভাগ বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মোশারফ ভূইয়াকে ও রাত আনুমানিক দেড়টার দিকে আদাবর থানাধীন শ্যামলী আবাসিক এলাকা থেকে জুবায়ের হোসেন ওরফে মামুনকে গ্রেপ্তার করে ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ।

বুধবার সকাল আনুমানিক সাড়ে আতটার দিকে জান্নাতুল ফেরদৌস ঝুমা ওরফে ঝুমা তালুকদারকে ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করে ডিবি-মতিঝিল বিভাগ।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



banner close
banner close