বুধবার

১৭ ডিসেম্বর, ২০২৫ ২ পৌষ, ১৪৩২

ঢাকায় কমতে পারে গরম; মেঘলা থাকবে আকাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ নভেম্বর, ২০২৫ ১০:৫১

শেয়ার

ঢাকায় কমতে পারে গরম; মেঘলা থাকবে আকাশ
ছবি: সংগৃহীত

ঢাকায় বুধবার সকাল থেকে আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে উত্তর এবং উত্তর-পশ্চিম দিক থেকে বইছে হালকা বাতাস, যা গরম কিছুটা কমিয়ে দিতে পারে।

বুধবার সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এতে বলা হয়েছে, দিনের প্রথমার্ধে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এসময় উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে দেয়া তথ্য অনুযায়ী, বুধবার সকাল ছয়টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৫ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ৮৫ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত হয়নি।



banner close
banner close