বুধবার

১৭ ডিসেম্বর, ২০২৫ ২ পৌষ, ১৪৩২

জুলাই অভ্যুত্থানে ঢাবি ক্যাম্পাসে সহিংসতার সঙ্গে জড়িত ৪০৩ জনের তালিকা প্রকাশ, তালিকায় যারা

ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ৪ নভেম্বর, ২০২৫ ১৮:৩২

আপডেট: ৪ নভেম্বর, ২০২৫ ১৮:৩৩

শেয়ার

জুলাই অভ্যুত্থানে ঢাবি ক্যাম্পাসে সহিংসতার সঙ্গে জড়িত ৪০৩ জনের তালিকা প্রকাশ, তালিকায় যারা
ফাইল ছবি

জুলাই গণ-অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ২০২৪ সালের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত বেআইনী ও সহিংস ঘটনায় জড়িত ৪০৩ জন শিক্ষার্থীর তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জড়িত সকলকেই নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মী। এই শিক্ষার্থীদের ৭ দিনের মধ্যে লিখিত শোকজ জবাব দিয়েছে। এর মধ্যে জবাব না দিলে, স্থায়ী বহিষ্কার করা হতে পারেন এই শিক্ষার্থীরা।

মঙ্গলবার সন্ধ্যায় এ তালিকা প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জানা গেছে, জুলাই অভ্যুত্থানে সহিংসতার সঙ্গে জড়িত শিক্ষার্থীদের চিহ্নিত করে প্রশাসনিক ব্যবস্থার আওতায় নিয়ে আসার জন্য তথ্যানুসন্ধান কমিটি গঠন করা হয়। কমিটি ১২৮ জন শিক্ষার্থীকে অভিযুক্ত করে রিপোর্ট প্রদান করেন এবং চলতি বছরের গত ১৭ মার্চে সিন্ডিকেট সভায় বিস্তারিত আলোচনা শেষে উক্ত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।

পরবর্তীতে ক্যাম্পাসে সংঘটিত বেআইনী ও সহিংস ঘটনার অধিকতর তদন্তের জন্য সিন্ডিকেট কর্তৃক ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ওই তদন্ত কমিটি দ্বিতীয় সভায় ১২৮ জনসহ আরও ৩৮৫ জন শিক্ষার্থী সংশ্লিষ্টতা পাওয়া যায়। সবমিলিয়ে ৪০৩ জনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও জুলাই আন্দোলনে ক্যাম্পাসে সংঘটিত বেআইনী ও সহিংস ঘটনার তদন্ত কমিটির সদস্য সচিব সহযোগী অধ্যাপক ড. সাইফুদ্দীন আহমেদ বাংলা এডিশনকে বলেন, ‘শুরুতে ১২৮ জন চিহ্নিত করা হলে, নতুন করে অভিযোগের ভিত্তিতে হামলার সঙ্গে জড়িত ৩৮৫ জনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তাদেরকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না, সেজন্য শোকজ করা হয়েছে। ইতোমধ্যে তাদের তালিকাও প্রকাশ করা হয়েছে।

শোকজ জবাব না দিলে কেমন শাস্তি পেতে পারেন এবং এই তালিকা আপডেট হওয়ার কোন সুযোগ রয়েছে কি-না এমন প্রশ্নের জবাবে প্রক্টর বলেন, ‘নতুন করে অভিযোগ পেলে এবং সংশ্লিষ্টতা থাকলে এই তালিকায় নাম চলে আসবে বাকি জড়িতদের এবং তাদেরকেই শোকজ করা হবে। আর যাদেরকে শোকজ করা হয়েছে। তারা এর জবাব না দিলে, তারা স্থায়ী বহিষ্কারও হতে পারেন।

এদিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে গত ২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও জুলাই আন্দোলনে ক্যাম্পাসে সংঘটিত বেআইনী ও সহিংস ঘটনার তদন্ত কমিটির সদস্য সচিব সহযোগী অধ্যাপক ড. সাইফুদ্দীন আহমেদ স্বাক্ষরিত এক শোকজ বিজ্ঞপ্তিতে জড়িত ওই ৪০৩ জনকে লিখিত কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছে এবং এতে বলা হয়েছে, ‘কৃত অপরাধের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না-তার কারণ দর্শিয়ে লিখিত জবাব বিজ্ঞপ্তি প্রকাশের ৭ কার্য দিবসের মধ্যে প্রক্টর অফিসে লিখিত জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হলো। অন্যথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক আপনাদের বিরুদ্ধে একতরফা ব্যবস্থা গ্রহণ করা হবে।

২০২৪ সালের ১৫ জুলাই থেকে ০৫ আগস্ট পর্যন্ত সংঘটিত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বেআইনী ও সহিংস ঘটনায় জড়িতদের তালিকা দেখতে ক্লিক (http://tiny.cc/y6lu001) করুন।



banner close
banner close