বুধবার

১৭ ডিসেম্বর, ২০২৫ ২ পৌষ, ১৪৩২

নিক্সন চৌধুরী ও পরিবারের সদস্যদের আয়কর নথি জব্দ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ নভেম্বর, ২০২৫ ১৬:৪৮

শেয়ার

নিক্সন চৌধুরী ও পরিবারের সদস্যদের আয়কর নথি জব্দ
সংগৃহীত ছবি

ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী (নিক্সন চৌধুরী), তার স্ত্রী তারিন হোসেন, ভাই নূর আলম চৌধুরী ও পিএস শাহাদাৎ হোসেনের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

আজ (মঙ্গলবার) সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

এদিন অভিযুক্তদের আয়কর নথি জব্দের আদেশ চেয়ে আবেদন করেন সিআইডির উপ-পুলিশ পরিদর্শক মো. মনিরুজ্জামান।

আবেদনে উল্লেখ করা হয়, নিক্সন চৌধুরীসহ অন্যান্যরা ক্ষমতার অপব্যবহার করে অর্জিত সম্পদ, ফ্ল্যাট, গাড়ি, জমি ক্রয় করে মানি লন্ডারিংসহ বিভিন্ন অপরাধের মাধ্যমে অঢেল সম্পদের মালিক হয়েছেন। তাদের মানি লন্ডারিংয়ের অভিযোগের অনুসন্ধান চলমান আছে। অনুসন্ধানের নিরপেক্ষতার জন্য অভিযুক্তদের ২০১০-১১ থেকে ২০২৪-২৫ অর্থবছর পর্যন্ত আয়কর নথি জব্দ করা প্রয়োজন।



banner close
banner close