বৃহস্পতিবার

১৮ ডিসেম্বর, ২০২৫ ৩ পৌষ, ১৪৩২

সাউদার্ন ইউনিভার্সিটির সাবেক ভিসি ও কোষাধ্যক্ষের বিরুদ্ধে টাকা আত্মসাৎ মামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ নভেম্বর, ২০২৫ ২০:১৮

শেয়ার

সাউদার্ন ইউনিভার্সিটির সাবেক ভিসি ও কোষাধ্যক্ষের বিরুদ্ধে টাকা আত্মসাৎ মামলা
ছবি: সংগৃহীত

প্রভিডেন্ট ফান্ডসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন তহবিল থেকে প্রায় সাড়ে ৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের সাবেক ভাইস-চ্যান্সেলর প্রফেসর ইঞ্জিনিয়ার মো. মোজাম্মেল হক ও কোষাধ্যক্ষ ড. সরওয়ার জাহানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক মো. আলমগীর হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।

এজাহার সূত্রে জানা যায়, আসামিরা পরস্পর অসৎ উদ্দেশ্যে প্রতারণামূলকভাবে ব্যক্তিগতভাবে লাভবান হয়ে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের ‘আপদকালীন তহবিল (প্রভিডেন্ট ফান্ড)’ থেকে ৬ কোটি ৩ লাখ ৬৮ হাজার ৭৩০ টাকা আত্মসাৎ করেছেন। এছাড়া ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং কর্মচারীর বেতন বাবদ বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে আরও ৮৮ হাজার ৭৩৮ টাকা প্রদান করে প্রতিষ্ঠানটির আর্থিক ক্ষতি সাধন করেন তিনি।

এজাহারে আরও বলা হয়েছে, কোষাধ্যক্ষ ড. সরওয়ার জাহান ও সাবেক ভাইস-চ্যান্সেলর প্রফেসর ইঞ্জিনিয়ার মো. মোজাম্মেল হক যোগসাজশে বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে আরও ২৮ লাখ ৮ হাজার ৯৯০ টাকা আত্মসাৎ করেন। মোহাম্মদ ইলিয়াছ নামের এক ব্যক্তির নেওয়া ঋণ পরিশোধের অজুহাতে ওই অর্থ তোলা হয়েছিল কিন্তু বাস্তবে কোনো ঋণ ছিল না।

মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪২০/১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।



banner close
banner close