বুধবার

১৭ ডিসেম্বর, ২০২৫ ২ পৌষ, ১৪৩২

নির্বাচনের জন্য সব প্রস্তুতি নিয়েছে সরকার, নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম

পটুয়াখালী, প্রতিনিধি

প্রকাশিত: ১ নভেম্বর, ২০২৫ ১৫:৫১

শেয়ার

নির্বাচনের জন্য সব প্রস্তুতি নিয়েছে সরকার, নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম
ছবি: বাংলা এডিশন

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, সরকার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নির্বাচন করতে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। সুষ্ঠু নির্বাচন করতে সরকার বদ্ধ পরিকর।

শনিবার বেলা এগারোটায় কুয়াকাটার কোডেক প্রশিক্ষন কেন্দ্রে নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরুপণ ও উত্তরণের উপায় শীর্ষক কর্মশালায় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, এবার আরপিওতে সংশোধন আনা হয়েছে। রিটানিং কর্মকর্তারা চাইলে দায়িত্বরত আসন ও প্রিজাইডিং অফসার ভোটগ্রহণ স্থগিত করতে পারবে। তাই নির্বাচনে দায়িত্বরত কমকর্তাদের নির্ভয়ে দায়িত্ব পালনের আহবান জানান।

বরিশাল অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়’র সিনিয়র সচিব আখতার আহমেদ, পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার ও নির্বাচন কমিশন সচিবালয়ের উপপ্রধান মুহাম্মদ মোস্তফা হাসান। কর্মশালায় জেলার আট উপজেলার নির্বাচন কমিশন কমকর্তা ও সরকারি বিভিন্ন দপ্তরের ৬০ জন কর্মকর্তা অংশ নেয়।



banner close
banner close