বুধবার

১৭ ডিসেম্বর, ২০২৫ ২ পৌষ, ১৪৩২

ঘূর্ণিঝড় মন্থার প্রভবে ভারী বৃষ্টি হতে পারে যেসব জেলায়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৫ ১৪:৪৮

আপডেট: ৩১ অক্টোবর, ২০২৫ ১৪:৫৯

শেয়ার

ঘূর্ণিঝড় মন্থার প্রভবে ভারী বৃষ্টি হতে পারে যেসব জেলায়
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় মন্থা ক্রমেই দুর্বল হয়ে ইতোমধ্যে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি প্রতিবেশী দেশ ভারতের উত্তর ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। তবে এর প্রভাবে বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ঝরেছে। শুক্রবারও দেশের বেশকিছু জেলায় বিকেলের মধ্যে বৃষ্টি হতে পারে। কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ ফেসবুকের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন । ওই পোস্টে বৃষ্টিপাতের সম্ভাব্য সময়ের কথাও জানিয়েছেন তিনি।

পোস্টে এই গবেষক জানান, ঘূর্ণিঝড় মোন্থার প্রভাবে শুক্রবার সকাল আটটার পর থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দেশের বিভিন্ন বিভাগের উপরে বৃষ্টি হতে পারে। এই সময়ের মধ্যে সিলেট ও ময়মনসিংহ বিভাগের সব জেলার উপরে হালকা থেকে মানের বৃষ্টির আশঙ্কা রয়েছে।

এদিকে শুক্রবার সকাল আটটার পর থেকে বিকেল পাঁচটার মধ্যে রংপুর বিভাগের সব জেলার উপরে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। এরমধ্যে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি। পাশাপাশি এই সময়ে রাজশাহী বিভাগের সব জেলার উপরে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। এরমধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ, বগুড়া ও সিরাজগঞ্জ জেলার উপরে।

অন্যদিকে শুক্রবার টাঙ্গাইল, গাজীপুর ও কিশোরগঞ্জ জেলা ছাড়া ঢাকা বিভাগের অন্যান্য জেলাগুলোর উপরে দুপুর ৩টার আগে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে এই সময়ে কুষ্টিয়া, মেহেরপুর জেলা ছাড়া খুলনা বিভাগের উপকূলীয় জেলাগুলোর কোনো কোনো স্থানে হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এছাড়া শুক্রবার সকাল ১০টার পর থেকে বিকেল পাঁচটার মধ্যে বরিশাল বিভাগের উপকূলীয় জেলাগুলোর কোনো কোনো স্থানে হালকা বৃষ্টি হতে পারে। সেই সাথে এই সময়ের মধ্যে চট্টগ্রাম বিভাগের নোয়াখালী ও ফেনী জেলার কোনো কোনো স্থানে হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ।



banner close
banner close