রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় শুক্রবার আংশিক মেঘলা আকাশের পাশাপাশি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। তবে গরমের অনুভূতি আগের মতোই থাকতে পারে কারণ তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
শুক্রবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ঢাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। কোথাও কোথাও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসময় দক্ষিণ ও দক্ষিণ–পূর্বদিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে আজকের দিনে তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকবে।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, শুক্রবার সকাল ছয়টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল ৯১ শতাংশ।
আরও পড়ুন:








