বুধবার

১৭ ডিসেম্বর, ২০২৫ ২ পৌষ, ১৪৩২

চট্টগ্রামে কোস্ট গার্ডের ‘তারুণ্যের উৎসব-২০২৫’ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৫ ১৭:৪৬

শেয়ার

চট্টগ্রামে কোস্ট গার্ডের ‘তারুণ্যের উৎসব-২০২৫’ অনুষ্ঠিত
সংগৃহীত ছবি

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ কোস্ট গার্ডের আয়োজনে “তারুণ্যের উৎসব২০২৫ শীর্ষক ভূমিকম্প পরবর্তী কার্যক্রম ও উদ্ধার অভিযান বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা এবং জনসচেতনতামূলক অনুষ্ঠান।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) সকালে চট্টগ্রাম বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজে কোস্ট গার্ড বেইস চট্টগ্রামের উদ্যোগে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে নিমতলা বিশ্বরোড ফায়ার সার্ভিস স্টেশনের প্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকায় দুর্যোগকালীন উদ্ধার, ত্রাণ বিতরণ, চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করে আসছে।

তিনি আরও বলেন, কোস্ট গার্ড ভবিষ্যতেও জনসচেতনতামূলক কর্মকাণ্ড ও প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখবে।



banner close
banner close