বুধবার

১৭ ডিসেম্বর, ২০২৫ ২ পৌষ, ১৪৩২

বৃষ্টিবলয় আঁখির প্রভাবে সারাদেশেই বজ্রসহ বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৫ ২২:৩১

আপডেট: ২৯ অক্টোবর, ২০২৫ ২২:৩১

শেয়ার

বৃষ্টিবলয় আঁখির প্রভাবে সারাদেশেই বজ্রসহ বৃষ্টির আভাস
সংগৃহীত ছবি

দেশে সক্রিয় হয়েছে বৃষ্টি বলয় আঁখি। চলতে পারে আগামী দুই অক্টোবর পর্যন্ত। তবে অনুকূল পরিবেশ বজায় থাকলে কিছুকিছু স্থানে তিন তারিখ পর্যন্ত চলতে পারে। এ ছাড়া আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অধিকাংশ স্থানে দমকা হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আছে।

বুধবার (২৯ অক্টোবর) বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের (বিডব্লিউওটি) এক ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আজকে রাত ১০টা থেকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অধিকাংশ স্থানে দমকা হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আছে। ইতোমধ্যেই কিছুকিছু স্থানে শুরু হয়েছে।

এর মধ্যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের সকল জেলা এবং টাঙ্গাইল, মানিকগঞ্জ,ঢাকা, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ,চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, ফরিদপুর ও এর আশেপাশের বেশকিছু স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।

এছাড়া খুলনা, ঢাকা বিভাগের বাকি জেলাগুলো এবং বরিশাল বিভাগের সকল জেলা ও চট্টগ্রাম বিভাগের কুমিল্লা, ফেনী,নোয়াখালী, লক্ষীপুর, চাঁদপুর বি বাড়িয়া, বান্দরবান ও এর আশেপাশের কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসময় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা বিভাগের কিছুকিছু স্থানে বায়ুচাপের তারতম্যের কারনে আকষ্মিকভাবে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা ও রয়েছে।

দেশে সক্রিয় হয়েছে বৃষ্টি বলয় আঁখি। চলতে পারে দুই তারিখ পর্যন্ত। তবে অনুকূল পরিবেশ বজায় থাকলে কিছুকিছু স্থানে তিন তারিখ পর্যন্ত চলতে পারে। তাই যাদের বৃষ্টি হলে ক্ষতি হতেপারে তারা সতর্ক থাকবেন।



banner close
banner close