বুধবার

১৭ ডিসেম্বর, ২০২৫ ২ পৌষ, ১৪৩২

কেআইবি-তে বিএনপিপন্থি কৃষিবিদদের হামলায় এনসিপি কৃষিবিদ উইংয়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২৫ ২০:১০

শেয়ার

কেআইবি-তে বিএনপিপন্থি কৃষিবিদদের হামলায় এনসিপি কৃষিবিদ উইংয়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ
সংগৃহীত ছবি

রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি)-এর প্রশাসনিক ভবনে বিএনপিপন্থি কৃষিবিদ সংগঠন এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAB)-এর একাংশের হামলা, ভাঙচুর ও প্রশাসক অবরুদ্ধ করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এনসিপি কৃষিবিদ উইং।

সংগঠনটি এক বিবৃতিতে জানায়, কোনো অভিযোগ থাকলে তা অবশ্যই নিয়মের মধ্যে থেকে এবং শান্তিপূর্ণভাবে জানানো উচিত। এই ন্যাক্কারজনক ঘটনা কেআইবির প্রশাসনিক স্থিতিশীলতা ও দেশের কৃষিবিদ সমাজের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে বলে মন্তব্য করে তারা।

বিবৃতিতে বলা হয়, কেআইবি কোনো রাজনৈতিক সংঘাতের ক্ষেত্র নয়; এটি দেশের কৃষিবিদদের পেশাগত, বৈজ্ঞানিক ও উন্নয়নমূলক সংগঠন। প্রশাসনিক কর্মকর্তাকে হুমকি, সহিংসতা বা ভাঙচুরের মতো কর্মকাণ্ড গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।

এনসিপি কৃষিবিদ উইং দাবি জানায়

১. কেআইবি প্রশাসককে নিরপেক্ষ ভূমিকা রাখতে হবে এবং নির্বাচন কমিশনকে সবার সঙ্গে আলোচনা করে পুনর্গঠন করতে হবে।

২. হামলার সঙ্গে জড়িতদের দ্রুত সনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

৩. কেআইবির প্রশাসনিক ও নির্বাচন প্রক্রিয়া যেন নির্বিঘ্নে ও সরকার নির্ধারিত নিয়মে সম্পন্ন হয় তা নিশ্চিত করতে হবে।

৪. কৃষিবিদ সমাজকে বিভাজনের রাজনীতি থেকে দূরে রেখে পেশাগত ঐক্য ও সম্মান রক্ষায় রাষ্ট্রীয় উদ্যোগ বাড়াতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, কৃষিকে রাজনীতির হাতিয়ার নয়, বরং জাতীয় উন্নয়ন ও ভোক্তা কল্যাণের মূল চালিকা শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে দেশের সকল কৃষিবিদ, শিক্ষাবিদ ও তরুণ কৃষি গবেষকদের একযোগে কাজ করতে হবে।

সংগঠনটি বিশ্বাস করেদায়িত্বশীল রাষ্ট্র ও সচেতন নাগরিক সমাজের সমন্বিত প্রচেষ্টায় কৃষি ও কৃষিবিদ সমাজের মর্যাদা অক্ষুণ্ণ থাকবে।



banner close
banner close