এক নিমিষেই শেষ ছেলের পাইলট হওয়র স্বপ্নজুলাই বিপ্লবে গুলিতে মাকে হারিয়েছেন, একমাত্র সন্তানও গুরুতর আহত। ঘটনার বর্ণনা দিতে গিয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েন মুস্তাফিজুর রহমান।
জুলাই গণ–অভ্যুত্থানে মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন শিশু বাসিত খান মুসা। গত ১৯ জুলাই রাজধানীর রামপুরায় মেরাদিয়ায় নিজ বাসার নিচে দাদিকে নিয়ে আইসক্রিম কিনতে যান সাত বছর বয়সী এই শিশু। সেখানেই শিশুটির গুলি মাথায় লেগে, দাদির শরীরে বিদ্ধ হয়। গুলিবিদ্ধ হয়ে মারা যান তার দাদি। সিঙ্গাপুরে চিকিৎসা শেষ মুসা প্রাণে বাচলেও শরীরের একপাশ অবস। বাকশক্তি হারিয়ে বন্ধ হয়েছে মুখের কথাও।
রামপুরায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সোমবার ট্রাইবুনাালে সাক্ষ্য দেন শিশুটির বাবা মুস্তাফিজুর রহমান।
এ সময়, মায়ের হত্যা ও ছেলেকে আহত করার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।
এ দিন ট্রাইবুনালে হাজির করা হয়েছে রামপুরায় কার্নিশে এক ব্যাক্তিকে গুলি করার ঘটনার আটক পুলিশ সদস্য চঞ্চল চন্দ্র সরকারকে।
হঠাৎই সমাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী ও ট্রাইব্যুনালের বিচারকের একটি কথোপকথোন ভাইরাল হয়েছে। ভাইরাল সেই ভিডিওর ব্যাখায় ওই আইনজীবী বলেছেন, শেখ হাসিনার খালাসের বক্তব্যটি বিকৃত করেছে ইউটিউবাররা।
এ দিকে মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা হানিফসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। স্টেট ডিফেন্সের শুনানি মঙ্গলবার।
এ দিকে, জুলাই আন্দোলন ঘিরে দায়ের করা ভুয়া মামলায় প্রমাণ না মেলায় ৩৭২ জনকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে পুলিশ। এদিন আপিল বিভাগে এমন প্রতিবেদন দিয়েছে রাষ্ট্রপক্ষ। এতে উল্লেখ করা হয়েছে, এরই মধ্যে ১০৯ জনকে অব্যাহতি দেয়ার সুপারিশ করে আদালতে প্রতিবেদন পাঠিয়েছে পুলিশ।
বিস্তারিত ভিডিও লিংকে: https://www.youtube.com/watch?v=bRMXI91bNm8&t=159s
আরও পড়ুন:








