বুধবার

১৭ ডিসেম্বর, ২০২৫ ২ পৌষ, ১৪৩২

মঙ্গলবার জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা দেবে কমিশন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৫ ২০:০৫

শেয়ার

মঙ্গলবার জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা দেবে কমিশন
ছবি: সংগৃহীত

জাতীয় ঐকমত্য কমিশন। সোমবার বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হয় কমিশনের সমাপনী বৈঠক।

আগামীকাল মঙ্গলবার জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা দেবে জাতীয় ঐকমত্য কমিশন। সোমবার বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হয় কমিশনের সমাপনী বৈঠক।

এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও কমিশন সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এতে আরও উপস্থিত ছিলেন কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজসহ ৬ সদস্যের দল।

এর আগে ১৭ অক্টোবর অনুষ্ঠিত হয় জাতীয় জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠান। এতে বিএনপি-জামায়াতসহ প্রথম ধাপে ২৪টি রাজনৈতিক দল ও জোট এতে স্বাক্ষর করেন। এর দুই দিন পরে জাতীয় জুলাই সনদে স্বাক্ষর করে গণফোরাম। জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক হয় গত ১৫ ফেব্রুয়ারি।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।



banner close
banner close