ছবি: সংগৃহীত
ফার্মগেট এলাকার কাছে মেট্রোরেল লাইনের পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে যাওয়ার সাড়ে ২৩ ঘণ্টা পর পুরো রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের উপ-প্রকল্প পরিচালক মো. আহসান উল্লাহ শরিফী বলেন, ‘আমার ১১টা থেকে পুরো রুটে অপারেশন শুরু করেছি।’
সোমবার দুপুরে মেট্রোরেলের ৪৩৩ নম্বর পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে এক পথচারী নিহত ও দু’জন আহত হন। এরপর নিরাপত্তার জন্য পুরো পথে মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়।
সোমবার বিকেল তিনটার দিকে আগারগাঁও-উত্তরা সেকশনে এবং সন্ধ্যা সোয়া সাতটার দিকে মতিঝিল-শাহবাগ সেকশনে মেট্রো ট্রেন চলাচল শুরু হয়। তবে শাহবাগ-আগারগাঁও সেকশনে মেট্রো ট্রেন চলাচল বন্ধ থাকে।
আরও পড়ুন:








