বুধবার

১৭ ডিসেম্বর, ২০২৫ ২ পৌষ, ১৪৩২

মেট্রোরেল চলাচল নিয়ে ডিএমটিসিএলের বার্তা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৫ ১১:২৯

আপডেট: ২৭ অক্টোবর, ২০২৫ ১১:৫৮

শেয়ার

মেট্রোরেল চলাচল নিয়ে ডিএমটিসিএলের বার্তা
উত্তরা-মতিঝিল মেট্রোরেল চলাচল নিয়ে ডিএমটিসিএলের বার্তা

মেট্রোরেলের বিয়ারিং প্যাড খসে পড়ে পথচারীর মৃত্যুর ঘটনায় আগারগাঁও থেকে শাহবাগ পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন রাজধানীর বহু মানুষ। তবে মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে আজ সকাল ১১টা থেকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল সেবা নিরবচ্ছিন্নভাবে পুনরায় চালু করা হবে।

সোমবার (২৭ অক্টোবর) বেলা ১১টার দিকে এক ফেসবুক পোস্টের মাধ্যমে এ তথ্য জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

ফেসবুক পোস্টে বলা হয়, সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত। মেট্রোরেলের সম্মানিত যাত্রী সাধারণের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, আজ সকাল ১১টা থেকে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল সেবা নিরবচ্ছিন্নভাবে পুনরায় চালু করা হবে।



banner close
banner close