বুধবার

১৭ ডিসেম্বর, ২০২৫ ২ পৌষ, ১৪৩২

ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২৫ ২২:২৬

আপডেট: ২৬ অক্টোবর, ২০২৫ ২২:২৯

শেয়ার

ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
সংগৃহীত ছবি

সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের পর সেখানকার বাসিন্দাদের গুলিতে প্রাণ হারিয়েছেন শাকিল আহমদ নামে এক বাংলাদেশি যুবক।

রবিবার (২৬ অক্টোবর) বিকাল ৪ টার দিকে কানাইঘাটের ডোনা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের পর স্থানীয় খাসিয়াদের ছোঁড়া গুলিতে তার মৃত্যু হয়।

নিহত শাকিল আহমদ কানাইঘাটের পাত্তিছড়া গ্রামের বাসিন্দা আব্দুর রহিম উরফে সোনার চান্দের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জুবায়ের আনোয়ার।

বিজিবি জানায়, রোববার বিকাল ৪ টার দিকে কানাইঘাটের ডোনা সীমান্তে দিয়ে কয়েকজন যুবক সুপারি আনতে ভারতের সীমান্তের অভ্যন্তরে ৫০০ গজ ভিতরে ঢুকে পড়েছিল। এ সময় খাসিয়াদের ছোঁড়া গুলিতে শাকিল গুলিবিদ্ধ হয়ে মারা যান।



banner close
banner close