বুধবার

১৭ ডিসেম্বর, ২০২৫ ২ পৌষ, ১৪৩২

১০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২৫ ১৫:৫০

শেয়ার

১০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার
সংগৃহীত ছবি

রাজধানীর শাহজাহানপুর এলাকা হতে এক হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি-মতিঝিল বিভাগ। গ্রেপ্তারকৃতের নাম হলো- ১। আবুল হোসেন (৪৮)।

শনিবার (২৫ অক্টোবর ২০২৫) বিকাল আনুমানিক ০৫:৪০ ঘটিকায় শাহজাহানপুর থানাধীন মালিবাগ রেল গেটের দক্ষিণ পার্শ্বে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ডিবি-মতিঝিল বিভাগের একটি চৌকস টিম শাহজাহানপুর থানাধীন মালিবাগ রেল গেটের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আবুল হোসেনকে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারকৃত আবুল হোসেন একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। সে দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জ এলাকা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করতো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত আবুল হোসেনের বিরুদ্ধে যাত্রাবাড়ী এবং ভাটারা থানায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।



banner close
banner close