বৃষ্টিহীন ঢাকায় রবিবারও গরমের দাপট অব্যাহত থাকতে পারে। সকাল থেকে আকাশে হালকা মেঘের আনাগোনা থাকলেও শুষ্ক আবহাওয়া বজায় থাকতে পারে। যদিও উত্তর ও উত্তর-পূর্ব দিক থেকে মৃদু বাতাস বইতে পারে, তবে তা গরমের অস্বস্তি কমাতে খুব একটা ভূমিকা রাখবে না।
রবিবার আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, দিনের প্রথমার্ধে ঢাকায় আবহাওয়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। তবে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এ সময় উত্তর বা উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ছয় থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। তবে দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।
পূর্বাভাসের তথ্য অনুযায়ী, আজ সকাল ছয়টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতা ছিলো ৮৮ শতাংশ। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৫ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।
আরও পড়ুন:








