বুধবার

১৭ ডিসেম্বর, ২০২৫ ২ পৌষ, ১৪৩২

প্রবাসী প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২৫ ২৩:০৬

শেয়ার

প্রবাসী প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা
ছবি: বাংলা এডিশন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে মালয়েশিয়া প্রবাসী প্রেমিকের সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন নুসরাত জাহান আঁখি (২৫) নামের এক তরুণী। শনিবার (২৫ অক্টোবর) সকালে তেঘরিয়া ইউনিয়নের শৈল্যাপাড়া এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত আঁখি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কুসুমদিয়া গ্রামের লিটু কাজীর মেয়ে।

স্থানীয়রা জানান, মালয়েশিয়া প্রবাসী সুফিয়ান (২৮)-এর সঙ্গে আঁখির দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। প্রায় ১০ বছর ধরে দুজনের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক চললেও সুফিয়ানের পরিবার বিয়েতে সম্মতি না দেওয়ায় সম্প্রতি তাদের মধ্যে মনোমালিন্য দেখা দেয়। এই মানসিক চাপের মধ্যেই শনিবার সকালে ভিডিও কলে কথা বলার সময় হঠাৎ আঁখি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

আঁখির মা বিউটি বেগম বলেন, “মেয়েটা ছেলেটাকে খুব ভালোবাসত। ওদের সম্পর্কের বিরোধিতা মেয়েটা সহ্য করতে পারেনি। অনেকবার বোঝানোর পরও শেষ পর্যন্ত সে এই ভয়ংকর কাজটা করে ফেলল।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। প্রাথমিকভাবে এটি প্রেমজনিত আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া চলছে।



banner close
banner close