অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা পুলিশ।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৫) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান হতে ২৭ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- ১। আরমান (৩৮) ২। সাজু (৩২) ৩। রুস্তম (৩৫) ৪। সাঞ্জু ওরফে সাজু ওরফে রাব্বি (২৪) ৫। জুয়েল বেপারী (৩০) ৬। সুমন (৩২) ৭। সেলিম (৩৫) ৮। সোহান (২৪) ৯। মিরাজ (২০) ১০। নাদিম (১৯) ১১। রুবেল (২৬) ১২। রেজাউল করিম (৬৫) ১৩। সুজিত রয় (৫৭) ১৪। সোহাগ (৩০) ১৫। জাহিদুল ইসলাম (২৩) ১৬। আরমান (৩২) ১৭। নাঈম (২০) ১৮। খাইরুল (২২) ১৯। সাইদুল (২২) ২০। মমতাজ (২০) ২১। ইশতেহার (৩৫) ২২। ওয়াসিম (৩৫) ২৩। সুমন (৩০) ২৪। আবল্লাহ সারমান (৩১) ২৫। মোঃ ইমরান হোসেন আলম (২৮) ২৬। আকাশ (২৫) ও ২৭। সোহেল (২৮)।
থানা সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে মাদক মামলার, নিয়মিত মামলার আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।
গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন:








