বুধবার

১৭ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

সাগরে সুস্পষ্ট লঘুচাপ; আরও ঘনীভূত হওয়ার আভাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২৫ ০৯:১৭

শেয়ার

সাগরে সুস্পষ্ট লঘুচাপ; আরও ঘনীভূত হওয়ার আভাস
ছবি: সংগৃহীত

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে রূপ নিয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এ অবস্থায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

এদিকে, বুধবার সকাল ছয়টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৭ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮৩ শতাংশ। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৫ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন ২৬ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস।

অন্যদিকে মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারা দেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সকাল নয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।



banner close
banner close