২৪ ঘন্টায় রাজধানীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৬(ছয়) নেতাকর্মী করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তাতকৃতরা হলো- ১। কক্সবাজার জেলার ডুলহাজারা ইউনিয়নের ছাত্রলীগের সহ-সভাপতি এখলাস মিয়া ২। খাগড়াছড়ি জেলার মহালছড়ি থানার ছাত্রলীগের সভাপতি মোঃ জিয়াউর রহমান ৩। আওয়ামী লীগের সক্রিয় কর্মী ও রাজধানীতে আওয়ামী লীগের বিভিন্ন মিছিল মিটিং এর অংশগ্রহনকারী সাইফুল ইসলাম ৪। মাদারীপুর জেলার সদর উপজেলার যুবলীগের সাবেক আহ্বায়ক জুয়েল আহাম্মেদ রনি ৫। আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী মোঃ রিয়াজ উদ্দিন ও ৬। বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য মোঃ আক্তার হোসেন।
ডিবি সূত্রে জানা যায়, সোমবার রাত আনুমানিক ৮:৩০ ঘটিকায় রাজধানীর উত্তরা থানা এলাকায় অভিযান পরিচালনা করে এখলাস মিয়াকে গ্রেপ্তার করে ডিবি-সাইবার বিভাগের একটি টিম। অপরদিকে মঙ্গলবার সকাল আনুমানিক ৭:৩৫ ঘটিকায় রাজধানীর আদাবর এলাকা হতে মোঃ জিয়াউর রহমানকে গ্রেফতার করে ডিবি-গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিম।
ডিবি সূত্রে আরও জানা যায়, সোমবার রাত আনুমানিক ১১:০০ ঘটিকায় রাজধানীর শ্যামপুর থানাধীন পোস্তাগোলা এলাকা হতে সাইফুল ইসলামকে গ্রেফতার করে ডিবি- ওয়ারী বিভাগের একটি টিম। অপরদিকে মঙ্গলবার বিকাল আনুমানিক ৫:৩০ ঘটিকায় ডিবি মতিঝিল বিভাগের একটি টিম রাজধানীর গুলিস্তানের আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে জুয়েল আহাম্মেদ রনি, মো: রিয়াজ উদ্দিন ও মোঃ আক্তার হোসেনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
আরও পড়ুন:








