বুধবার

১৭ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

রাজধানীতে দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ অক্টোবর, ২০২৫ ১৪:০৯

শেয়ার

রাজধানীতে দুই মাদক কারবারি গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁও এলাকা থেকে ৫২ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতরা হলো, মো. ইমরান খন্দকার, মো. আকিব মিয়া।

শনিবার বিকাল আনুমানিক পাঁচটা তেজগাঁও থানাধীন ফার্মগেইট এলাকা হতে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিবি-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা কালে ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে রাজধানীর তেজগাঁও থানাধীন ফার্মগেট এলাকার ফার্মভিউ সুপার মার্কেটের বিপরীত পার্শ্বে স্কাই রেস্টরেন্টের সামনে রাস্তায় কতিপয় মাদক কারবারি গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে ৫২ কেজি গাঁজা ও একটি পিকআপসহ মোঃ ইমরান খন্দকার ও মোঃ আকিব মিয়াকে গ্রেপ্তার করা হয়।

ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রয় করতো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।



banner close
banner close