মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

লালনের গানে মানবতার বাণী আজও সমানভাবে প্রাসঙ্গিক: উপদেষ্টা ফরিদা আখতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২৫ ১১:২৯

আপডেট: ১৮ অক্টোবর, ২০২৫ ১১:২৯

শেয়ার

লালনের গানে মানবতার বাণী আজও সমানভাবে প্রাসঙ্গিক: উপদেষ্টা ফরিদা আখতার
ছবি: সংগৃহীত

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘বাউল সম্রাট লালন সাঁইয়ের গান কেবল সুর নয়, এটি অত্যন্ত উচ্চমানের সংগীত।’

তার মতে, লালনের গানে যে গভীর দার্শনিক, রাজনৈতিক এবং মানবিক মূল্যবোধ রয়েছে, তাতে মানবতার যে বার্তা দেওয়া হয়েছে, তা আজকের পৃথিবীতেও সমানভাবে গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক।

শুক্রবার রাতে কুষ্টিয়ার কুমারখালীতে ঐতিহাসিক ছেঁউড়িয়ায় অবস্থিত লালন একাডেমি প্রাঙ্গণে লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষ্যে বক্তৃতায় এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানটির আয়োজন করেছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় আর ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, ‘এবারই প্রথমবারের মতো ফকির লালন সাঁইয়ের তিরোধান দিবস দলীয় প্রভাবমুক্ত এবং রাষ্ট্রীয়ভাবে পালিত হচ্ছে। এটি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত।’

তিনি আরও বলেন, ‘সরকার মনে করে, লালনের দর্শন এবং অবদান শুধু জাতীয় পর্যায়ে সীমাবদ্ধ রাখার নয়। ভবিষ্যতে যে সরকারই আসুক, লালনের সঙ্গে তাদের কোনো বিরোধ থাকবে না। কারণ লালন কোনো দলীয় আদর্শের প্রতিনিধিত্ব করেন না, তিনি মানবতার প্রতীক।’

উপদেষ্টা বলেন, ‘বিশ্ব দরবারে অনেক সাধকের নাম পৌঁছে গেছে, কিন্তু লালন এখনও আন্তর্জাতিকভাবে ততটা পরিচিত নন। অথচ তার ভাবধারা, গান এবং দর্শন আন্তর্জাতিক সম্প্রদায়ের জানার অধিকার আছে। সেজন্য আমরা চাই, বিশ্বে লালনের নাম, গান ও ভাবনার বিস্তার হোক।’



banner close
banner close