মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

রাজধানীর ফরচুন শপিং মলে স্বর্ণের দোকানে চুরির ঘটনায় গ্রেপ্তার চার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২৫ ১৬:০৬

আপডেট: ১৭ অক্টোবর, ২০২৫ ১৬:০৭

শেয়ার

রাজধানীর ফরচুন শপিং মলে স্বর্ণের দোকানে চুরির ঘটনায় গ্রেপ্তার চার
ছবি: সংগৃহীত

রাজধানীর ফরচুন শপিং মলে স্বর্ণের দোকানে চাঞ্চল্যকর চুরির ঘটনায় প্রায় ১৯০ ভরি স্বর্ণ, ৯৩ দশমিক পাঁচ গ্রাম রুপা, নগদ এক লক্ষ ৭৭ হাজার ২০০ টাকা এবং একটি মোটরসাইকেল উদ্ধারসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলো, শাহিন মাতাব্বর ওরফে সাহিদ ওরফে শাহিন, অনিতা রায়, মো. নূরুল ইসলাম ও উত্তম চন্দ্র সুর।

ডিবি সূত্রে জানা যায়, গত ৮ অক্টোবর দিবাগত রাতে মালিবাগের ফরচুন শপিং মলে অবস্থিত শম্পা জুয়েলার্সে একটি দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত হয়।

এ ঘটনায় রমনা থানায় চুরির মামলা রুজু করা হয়। ঘটনার পরপরই ডিবি ডিএমপির একটি বিশেষ দল ছায়া তদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করা হয়।

ধারাবাহিক অভিযানে প্রথমে চট্টগ্রাম থেকে শাহিন মাতাব্বর ওরফে সাহিদ ওরফে শাহিনকে বৃহস্পতিবার দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে। শাহিনের দেয়া তথ্যের ভিত্তিতে তার বাড়ির গোয়ালঘর থেকে প্রায় ১২১ দশমিক ০৭ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়।

একই দিন বরিশালের উজিরপুর থানার পূর্ব হারতা গ্রামে অভিযান পরিচালনা করে পলাতক আসামি শৈশব রায় সুমনের স্ত্রী অনিতা রায়ের হেফাজত থেকে ৫২ দশমিক ৮১ ভরি স্বর্ণ উদ্ধার করা হয় এবং বিকাল আনুমানিক সাড়ে পাঁচটার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

অপর এক অভিযানে বৃহস্পতিবার রাত আনুমানিক একটার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে মো. নূরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে প্রায় দুই ভরি স্বর্ণ, একটি মোটরসাইকেল এবং এক লক্ষ ৭৭ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়। একই দিন অর্থ সরবরাহকারী ও রেকিতে অংশগ্রহণকারী উত্তম চন্দ্র সুরকে ভোর আনুমানিক পাঁচটার দিকে শাখারী বাজারের নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে ১৩ দশমিক ৬৭ ভরি স্বর্ণ এবং ৯৩ দশমিক পাঁচ গ্রাম রৌপ্য উদ্ধার করা হয়।

এ ঘটনায় মোট চারজন আসামী গ্রেপ্তারের পাশাপাশি প্রায় ১৯০ ভরি স্বর্ণ, ৯৩ দশমিক পাঁচ গ্রাম রৌপ্য এবং এক লক্ষ ৭৭ হাজার ২০০ টাকা নগদ এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।



banner close
banner close