মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

জুলাই যোদ্ধাদের দাবি মেনে সনদে জরুরি সংশোধন ঐকমত্য কমিশনের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২৫ ১৫:০৪

শেয়ার

জুলাই যোদ্ধাদের দাবি মেনে সনদে জরুরি সংশোধন ঐকমত্য কমিশনের
ছবি: সংগৃহীত

জাতীয় ঐকমত্য কমিশনের বহুল আলোচিত ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ এর অঙ্গীকারনামায় জরুরি ভিত্তিতে সংশোধন আনা হয়েছে। জুলাই যোদ্ধাদের জোরালো দাবির পরিপ্রেক্ষিতে এই সংশোধন আনা হয়।

কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ শুক্রবার দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চে এসে জুলাই যোদ্ধাদের উদ্দেশে এই জরুরি সংশোধনের বিষয়টি নিশ্চিত করেন।

ড. আলী রীয়াজ জানান, বৃহস্পতিবারের আলোচনা এবং রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগের মাধ্যমে জুলাই জাতীয় সনদ-২০২৫ এর অঙ্গীকারনামার পাঁচ নম্বর দফায় পরিবর্তন আনা হয়েছে, যার মাধ্যমে জুলাই বীর যোদ্ধাদের দাবির প্রতিফলন ঘটানো হয়েছে।

এদিকে, সনদের আইনি ভিত্তি নিশ্চিতের দাবিতে জাতীয় সংসদ ভবনের এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। জুলাই যোদ্ধাদের একটি অংশ সংসদ ভবন এলাকার দেয়াল টপকে ভেতরে ঢুকে পড়ে। পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী এ সময় ভেতরে অবস্থানকারীদের সরে যেতে সতর্ক করে। সরেযেতে অস্বিকার করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিপেটা করে। এই ঘটনায় ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষের পর এলাকাটি থমথমে রয়েছে।

বিকেল চারটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই জুলাই জাতীয় সনদের স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিত থাকার কথা রয়েছে। এরই মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে না বলে জানিয়েছে।



banner close
banner close